Amritsar Golden Temple

অমৃতসরের স্বর্ণমন্দিরে এলোপাথাড়ি লোহার রড চালিয়ে হামলা! আহত পাঁচ জন, ধৃত দুই

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, হামলার আগে গুরুদ্বারে প্রবেশ করে রেকি করেছিলেন অভিযুক্তেরা। এই কাজটি মূলত করেছিলেন হামলাকারীর সঙ্গীটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২২:৩৬
Share:

অমৃতসরের স্বর্ণমন্দিরের ভিতরে লোহার রড নিয়ে হামলার অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

অমৃতসরের স্বর্ণমন্দিরের ভিতরে এলোপাথাড়ি লোহার রড চালিয়ে হামলার অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। তাঁদের মধ্যে দু’জন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি)-র স্বেচ্ছাসেবী। আহত এক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় হামলাকারী এবং তাঁর এক সঙ্গী, মোট দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কেন এই কাণ্ড তাঁরা ঘটালেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুদ্বারের রান্নাঘর অর্থাৎ গুরু রামদাস লঙ্গরের কাছে আচমকাই লোহার রড দিয়ে মারতে থাকেন অভিযুক্ত। তখন সেখানে বহু ভক্ত এবং স্থানীয়েরা উপস্থিত ছিলেন। এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েক জন অভিযুক্তদের ধরে ফেলেন। এর পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, হামলার আগে গুরুদ্বারে প্রবেশ করে রেকি করেছিলেন অভিযুক্তেরা। এই কাজটি মূলত করেছিলেন হামলাকারীর সঙ্গীটি। এর পরে হামলাকারী বাইরে গিয়ে লোহার রড নিয়ে আবার প্রবেশ করেন গুরুদ্বারে। তার পরেই সেই রড দিয়ে লোকজনকে মারতে থাকেন।

পুলিশ আধিকারিক সরমেল সিংহ জানিয়েছেন, ধৃতের নাম জ়ুলফান। তিনি হরিয়ানার বাসিন্দা। তাঁকে জেরা করে হামলার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি, তারা এই নিয়ে ভক্তদের আতঙ্কিত হতে বারণ করেছেন। তবে গুরুদ্বারে এই ঘটনার পরে ভক্তদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, গত ডিসেম্বরে স্বর্ণমন্দিরের প্রবেশপথে শিরোমণি অকালি দলনেতা তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement