Parcel Bomb

সাউন্ড বক্সের ভিতরে বোমা ভরে ‘প্রেমিকা’র স্বামীকে ‘উপহার’, শেষ মুহূর্তে বড় চক্র ফাঁস করল পুলিশ

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিনয় বর্মা। তিনি কুসামি গ্রামের বাসিন্দা। তাঁর সূত্র ধরে এই মামলায় আরও ছ‘জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১৬:০০
Share:

প্রতীকী ছবি।

খুনের ছক ভেস্তে দিতে গিয়ে বিস্ফোরক পাচারের বড়সড় চক্রের হদিস পেল পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই এক বিদ্যুৎমিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর সূত্র ধরে আইইডি পাচারের চক্রের খোঁজ মিলেছে। ঘটনাটি ছত্তীসগঢ়ের।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিনয় বর্মা। তিনি কুসামি গ্রামের বাসিন্দা। তাঁর সূত্র ধরে এই মামলায় আরও ছ‘জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সূত্রপাত সাউন্ড বক্সে বোমা ভরে উপহার হিসাবে পাঠানোকে কেন্দ্র করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিনয় তাঁর ‘প্রেমিকা’র স্বামীকে ওই সাউন্ড বক্স উপহার হিসাবে পাঠিয়েছিলেন। তাঁর মধ্যে বোমা ভরে রেখেছিলেন। সেই সাউন্ড বক্স চালালেই বিস্ফোরণ ঘটত। তাতে প্রাণহানিও হত। কিন্তু যাঁকে উপহার পাঠানো হয়েছিল তাঁর সন্দেহ হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশ জানিয়েছে, পাড়ারই এক তরুণীকে ভাল লাগত বিনয়ের। কিন্তু সেই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় ‘বদলা’ নেওয়ার পরিকল্পনা করেন। বদলা নেওয়ার জন্য এক নয়া কৌশল নেন তিনি। যে হেতু বিদ্যুতের নানা রকম কাজ করতেন, তাই সাউন্ড বক্সের মধ্যে বিস্ফোরক ভরে সেটিকে উপহার হিসাবে ‘প্রেমিকা’র বাড়িতে পাঠানোর পরিকল্পনা করেন। আফসার খানের নামে একটি পার্সেল পাঠান। কিন্তু আফসারের সন্দেহ হয়। তিনি কোনও কিছুর অর্ডার না দেওয়া সত্ত্বেও কী ভাবে এই পার্সেল তাঁর নামে এল? এই সন্দেহে পুলিশে খবর দেন। বম্ব স্কোয়াডও আসে। সাউন্ড বক্স খুলতেই ভিতর থেকে বিস্ফোরক উদ্ধার হয়।

Advertisement

তার পরই তদন্তে নেমে বিনয়ের খোঁজ পায় পুলিশ। তাঁকে জেরা করে পুলিশ আর ছ’জনকে গ্রেফতার করে। ধৃত এই ছ’জনকে টাকা দিয়ে বিস্ফোরক আনিয়েছিলেন বিনয়। ঘটনাচক্রে, ধৃত ওই ছ’জন বিস্ফোরক পাচারের সঙ্গে যুক্ত। আর তাঁদের সূত্রে ধরেই বিস্ফোরক পাচারের বড় চক্রের হদিস পায় পুলিশ। ধৃতদের দু’জনের বাড়ি থেকে আইইডি, জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement