Uttar Pradesh

সিগারেট এনে দিতে পারবে না বলায় শিশুকে গুলি যুবকের!

গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে গাজিয়াবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু জুনেইদের অবস্থা আশঙ্কাজন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দিল্লির বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৪২
Share:

—প্রতীকী চিত্র।

হুকুম মানেনি সে। সিগারেট আনতে পারবে না বলে জানিয়ে দিয়েছিল আট বছরের ছেলেটা। সেই রাগে সেলফি তোলার ‘টোপ’ দিয়ে তাকে গুলি করল যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। সঙ্কটজনক অবস্থায় দিল্লির একটি হাসপাতালের চিকিৎসাধীন আট বছরের জুনেইদ।

Advertisement

হিন্দুস্তান টাইম্‌স-এ প্রকাশিত খবর অনুযায়ী, আক্রান্ত শিশুটি এবং হামলাকারী যুবক দু’জনেই ২৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন দাসনা এলাকার বাসিন্দা। সোমবার ইদের জন্য স্কুলে যায়নি ছোট্ট জুনেইদ। দুপুরবেলা পাড়ার ছেলেদের সঙ্গে খেলছিল সে। সে সময় তাঁকে ডেকে এক প্যাকেট সিগারেট আনতে বলে স্থানীয় যুবক তাহির। কিন্তু জুনেইদ তাতে আপত্তি জানায়। তখনকার মতো ব্যপারটা সেখানেই মিটে যায়। হুকুম না মানায় জুনেইদের উপর রাগ সে তখনকার মতো হজম করে নেয়।

এর পর বিকেলে যখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল তাহের তখন কোনও কারণে সেখান থেকে যাচ্ছিল জুনেইদ। তাহের তাকে সেলফি তোলার নাম করে ডাকে। বছর আটেকের ছেলেটা ভাবতেও পারেনি যে, পাড়ার দাদাটি তাকে প্রতিশোধ নিতেই ডেকেছে। সেলফি তোলার আশায় সে কাছাকাছি আসতেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় তাহের।

Advertisement

আরও পড়ুন:
দৃষ্টিহীন ৩ শিশুকে ধর্ষণ করে ধৃত বিদেশি

অস্ত্রোপচারের পর যুবতীর পেট থেকে বেরল ৭৫০ গ্রাম চুল!

গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে গাজিয়াবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু জুনেইদের অবস্থা আশঙ্কাজন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দিল্লির বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। গুলি জুনেইদের একটি চোখ ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। তাহেরকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি দেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement