Guwahati Murder

গুয়াহাটিতে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন প্রেমিকের, পরে আত্মহত্যার চেষ্টা

স্থানীয়েরা অভিযুক্তকে ধরার চেষ্টা করেন। কিন্তু পারেননি। তাঁরাই পুলিশে খবর দেন এবং আহত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁর মৃত্যু হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৮:১৫
Share:

নিহত মৌসুমী গগৈ। ছবি: সংগৃহীত।

অসমের গুয়াহাটিতে প্রেমিকাকে রাস্তার মাঝে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গুয়াহাটির লেট গেট এলাকায়।

Advertisement

রাজ্য পুলিশের ডিজি জিপি সিংহ জানিয়েছেন, মৃতার নাম মৌসুমী গগৈ। বৃহস্পতিবার সকালে তিনি রাস্তার ধারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। অ্যাপ নির্ভর গাড়ি বুক করেছিলেন। গাড়িটি আসতে দেরি করছিল। সেই সময় গাড়ি নিয়ে সেখানে আসেন মৌসুমীর প্রেমিক ভূপেন দাস। গাড়ি থেকে নেমে প্রেমিকার দিকে এগিয়ে যান। তার পরই আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারেন। তার পর ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান।

স্থানীয়েরা অভিযুক্তকে ধরার চেষ্টা করেন। কিন্তু পারেননি। তাঁরাই পুলিশে খবর দেন এবং আহত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তিনি নিজের শরীরেও ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। পুলিশ জানিয়েছে, পানবাজার থানায় এর আগে প্রেমিকের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছিলেন মৌসুমী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement