Gujarat Incident

ঘুমের মধ্যেই ১১ তলার জানলা থেকে গড়িয়ে গেলেন প্রৌঢ়! আটকে রইলেন নবম তলায়, মৃত্যুর মুখ থেকে উদ্ধার

সুরাতের একটি বহুতল ভবনে ১১ তলায় থাকেন প্রৌঢ়। খোলা জানলায় ঘুমোচ্ছিলেন। ঘুমের ঘোরে গড়িয়ে নীচে পড়ে যান। এত উঁচু থেকে পড়ে মৃত্যু কার্যত নিশ্চিত ছিল। কিন্তু রাখে হরি তো মারে কে!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:০২
Share:

নবম তলার জানলায় ঝুলে রয়েছেন সুরাতের সেই প্রৌঢ়। ছবি: ভিডিয়ো থেকে।

ঘুমন্ত অবস্থায় ১১ তলার জানলা থেকে গড়িয়ে প়ড়ে গেলেন প্রৌঢ়। কিন্তু অবিশ্বাস্য ভাবে বেঁচে গিয়েছেন তিনি। মৃত্যুর মুখ থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। রুদ্ধশ্বাস উদ্ধারকাজ চলেছে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে।

Advertisement

ঘটনাটি গুজরাতের সুরাতের। ৫৭ বছরের নিতিন আদিয়া সুরাতের জাহাঙ্গিরাবাদ এলাকার বাসিন্দা। একটি বহুতল ভবনের ১১ তলায় তাঁর ফ্ল্যাট। সেখানেই খোলা জানলায় শুয়ে ঘুমোচ্ছিলেন নিতিন। ঘুমের ঘোরে আচমকা বাইরের দিকে গড়িয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই পড়ে যান নীচে। ১১ তলা থেকে পড়ে মৃত্যু কার্যত নিশ্চিত ছিল। কিন্তু রাখে হরি তো মারে কে! ভাগ্য সঙ্গে ছিল প্রৌঢ়ের। নবম তলার ফ্ল্যাটের জানলায় একটি ধাতব গ্রিলে তিনি আটকে পড়েন।

প্রায় ঘণ্টাখানেক ওই গ্রিলে আটকে ঝুলে ছিলেন নিতিন। তাঁর মাথা ছিল নীচের দিকে এবং পা ছিল উপরের দিকে। এই ঘটনার একাধিক ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নাটকীয় সেই সমস্ত ভিডিয়োতে দেখা গিয়েছে, কী ভাবে জীবন ও মৃত্যুর মাঝে ঝুলে আছেন প্রৌঢ়। ভয়ে চিৎকারও করছিলেন তিনি। ভাইরাল ছবি বা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফোন যায়। জরুরি ভিত্তিতে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছোন। ১১তলা থেকে দড়ি এবং বেল্টের সাহায্যে প্রৌঢ়কে উদ্ধার করা হয়। প্রায় ঘণ্টাখানেক পর নবম তলার খোলা জানলার সামনে নিরাপদ স্থানে পৌঁছোন তিনি। সেখান থেকে তাঁকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। উদ্ধারকারীদের ধন্যবাদ দিয়েছেন তাঁর পরিবারের সদস্যেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement