Murder

দুই বন্ধুকে বাঁচাতে গিয়ে খুন আর এক বন্ধু, কোপানো হয় ২২ বার

নীরজকে খুনের অভিযোগে কৃষ্ণ, রবিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করেছে এক কিশোরকে। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১৭:০৫
Share:

প্রতীকী ছবি।

বন্ধুদের বাঁচাতে গিয়ে খুন হয়ে গেলেন এক ব্যক্তি। তাঁকে ২২ বার কোপানো হয় বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাটি ঘটেছে দিল্লির সফদরজং এলাকায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম নীরজ। আহত হয়েছেন তাঁর দুই বন্ধু রাকেশ এবং মুকেশ। সফদরজং হাসপাতালে চুক্তি ভিত্তিতে নিরাপত্তারক্ষীর কাজ করেন রাকেশ এবং মুকেশ। ওই একই পদে ছিলেন কৃষ্ণ এবং রবি নামে দুই ব্যক্তি। কিন্তু কয়েক দিন আগেই তাঁদের সরিয়ে ওই জায়গায় নিয়োগ করা হয় রাকেশ এবং মুকেশকে। এটাই আক্রোশের কারণ হয়ে দাঁড়ায়।

বুধবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন রাকেশ এবং মুকেশ। তাঁদের সঙ্গে ছিলন নীরজও। হাসপাতাল থেকে কিছুটা পথ এগোতেই দলবল নিয়ে তাঁদের পথ আটকে দাঁড়ায় কৃষ্ণরা। প্রথমে কথা কাটাকাটি, তার পর সেই ঘটনা পৌঁছয় হাতাহাতিতে। ঝামেলা থামানোর চেষ্টা করেন নীরজ। তখনই ছুরি দিয়ে নীরজকে পর পর কোপ মারা হয় বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement