—প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাতে অফিসে আলো বন্ধ করা নিয়ে ঝামেলায় জড়ান দুই সহকর্মী। কথা কাটাকাটি থেকে হাতাহাতি। অভিযোগ, অশান্তির মাঝেই এক যুবক তাঁর সহকর্মীর মাথায় ‘ডাম্বেল’ দিয়ে আঘাত করে খুন করেন। ঘটনা নিয়ে শোরগোল শুরু হতে অভিযুক্ত থানায় গিয়ে আত্মসমর্পন করেন বলে খবর।
শনিবার ভোরে বেঙ্গালুরুর এক অফিস থেকে ভীমেশ বাবু নামে এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, শুক্রবার রাতের ডিউটিতে ছিলেন তিনি এবং তাঁর সহকর্মী সোমালা বংশী। রাত দেড়টা নাগাদ অফিসের আলো বন্ধ করাকে কেন্দ্র করে দুই সহকর্মীর মধ্যে অশান্তি বাধে। অভিযোগ সেই সময়, সোমালা অফিসে থাকা এক ‘ডাম্বেল’ তুলে ভীমেশের কপালে সজোরে আঘাত করেন। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন ভীমেশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
রাগের বশে ভীমেশের মাথায় আঘাত করার পর প্রথমে দিশাহারা হয়ে পড়েন ২৪ বছর বয়সি সোমালা। পরে গোবিন্দরাজ নগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সোমালাকে গ্রেফতারও করেছে পুলিশ।
অভিযুক্তের বাড়ি বিজয়ওয়ারায়। আর মৃত ভীমেশের বাড়ি চিত্রদূর্গ জেলায়। যদিও কর্মসূত্রে থাকতেন বেঙ্গালুরুতে। ‘ডিজিটাল ব্যাঙ্ক’ নামে অফিসে ঘটনাটি ঘটে। কোনও সিনেমার শুটিংয়ের ভিডিয়ো সংরক্ষণ করার কাজ হয় এই অফিসে। পুলিশ ওই অফিসের অন্য কর্মীদের সঙ্গেও যোগাযোগ করছে বলে খবর।