Telangana Murder

তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছিলেন, হাই কোর্টে শুনানির আগেই খুন যুবক

মৃতের নাম এন রাজালিঙ্গ মূর্তি। বুধবার রাত সাড়ে ৭টা নাগাদ তাঁর পিছু ধাওয়া করে কয়েক জন দুষ্কৃতী। বাইকে আসছিলেন রাজালিঙ্গ। কিন্তু পালাতে পারেননি। তাঁকে রাস্তায় ফেলে কোপানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৬
Share:

(বাঁ দিকে) তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। (ডান দিকে) মৃত যুবক রাজালিঙ্গ। ছবি: সংগৃহীত।

তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিআরএস নেতা কে চন্দ্রশেখর রাও-সহ কেয়ক জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। বৃহস্পতিবার হাই কোর্টে ছিল ছিল সেই মামলার শুনানি। কিন্তু তার আগের দিনই খুন হয়ে গেলেন যুবক। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে তাড়া করে কুপিয়ে খুন করল। প্রশ্ন উঠতে শুরু করেছে তা হলে কি এই মামলার জন্যই তাঁকে খুন হতে হল? যদিও পুলিশের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হয়েছেন যুবক।

Advertisement

মৃতের নাম এন রাজালিঙ্গ মূর্তি। বুধবার রাত সাড়ে ৭টা নাগাদ তাঁর পিছু ধাওয়া করে কয়েক জন দুষ্কৃতী। বাইকে আসছিলেন রাজালিঙ্গ। কিন্তু পালাতে পারেননি। তাঁকে রাস্তায় ফেলে কোপানো হয়। রাজালিঙ্গ হামলাকারীদের হাত থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু পিছু ধাওয়া করে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। হায়দরাবাদের পুলিশ সুপার সম্পত রাও বলেন, ‘‘সন্দেহ করা হচ্ছে জমি বিবাদের জেরে খুন করা হয়েছে যুবককে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এলাকারই কয়েক জনের জমি সংক্রান্ত বিবাদ ছিল রাজালিঙ্গের। তবে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে।’’

রাজালিঙ্গের পরিবারের অবশ্য অভিযোগ, বিআরএস নেতার বিরুদ্ধে মামলার জেরেই তাঁকে খুন হতে হয়েছে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন রাজালিঙ্গ। তাঁর স্ত্রী ভূপালাপল্লি পুরসভার প্রাক্তন কাউন্সিলর। ২০২৩ সালের অক্টোবরে তৎকালীন মুখ্যমন্ত্রী কেসিআর, সেচমন্ত্রী টি হরিশ রাও-সহ কয়েক জনের বিরুদ্ধে কলেশ্বরম সেচ প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে নিম্ন আদালতের দ্বারস্থ হন রাজালিঙ্গ। পরে সেই মামলা হাই কোর্টে পৌঁছয়। সেই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। তার আগের দিনই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হলেন রাজালিঙ্গ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement