Shraddha Walkar Murder Case

আফতাবকে সমর্থন করতে বিকাশ হলেন রশিদ! দিল্লি-কাণ্ডে মুখ খুলে উত্তরপ্রদেশ থেকে ধৃত যুবক

দিল্লি হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে সমর্থন করার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। উত্তরপ্রদেশ পুলিশ বৃহস্পতিবার বিকাশ কুমার নামে ওই যুবককে গ্রেফতার করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ১৬:১২
Share:

উত্তরপ্রদেশ পুলিশ যুবককে গ্রেফতার করেছে। —ফাইল ছবি

মুসলমান হওয়ার ভান করে দিল্লি হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে সমর্থন করার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। উত্তরপ্রদেশ পুলিশ বৃহস্পতিবার ওই যুবককে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, তাঁর আসল নাম বিকাশ কুমার। কিন্তু তিনি রশিদ খান নামে নিজের পরিচয় দিয়েছিলেন। সংবাদমাধ্যমে ধর্ম-পরিচয় বদলে তিনি আফতাবের কীর্তিকে সমর্থন করেছিলেন বলে অভিযোগ।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্ত যুবক সেকেনদরাবাদের বাসিন্দা। শ্রদ্ধা হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার পর সংবাদমাধ্যমের কাছে তিনি নিজের বক্তব্য জানিয়েছিলেন। আফতাবের কীর্তিকে সমর্থন করে তিনি বলেছিলেন, ‘‘এমন তো হতেই পারে। রাগের মাথায় কত কী করে ফেলে মানুষ। ৩৫ টুকরোর জায়গায় ৩৬ টুকরোও হতে পারত। এটা এমন কিছু বড় ব্যাপার নয়।’’

সাংবাদিকরা তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে যুবককে জিজ্ঞাসা করেছিলেন, এমন কাজ তিনিও করতে পারেন কি না। তার উত্তরে যুবক একই সুরে বলেন, ‘‘রাগের মাথায় অনেক কিছু হয়ে যায়।’’

Advertisement

বুলন্দশহরের পুলিশ সুপারিনটেনডেন্ট শ্লোক কুমার বলেছেন, ‘‘বিকাশের অপরাধপ্রবণতা রয়েছে, পুলিশের খাতায় তার নামও রয়েছে। এর আগে চুরি এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল।’’

গ্রেফতারির পর যুবক জানিয়েছেন, তাঁর কথা নিয়ে এত কাণ্ড হয়ে যাবে, তিনি ভাবতে পারেননি। আগে জানলে এসব কিছুই তিনি বলতেন না। যা বলেছেন, তার জন্য তিনি অনুতপ্ত কি না, সেই প্রশ্নের উত্তরে বিকাশ বলেন, ‘‘আমার ভয় করছে। আমাকে হয়তো বাঁচতে দেওয়া হবে না। এখানে বা জেলে, আমাকে হয়তো মেরে ফেলা হবে।’’

দিল্লিতে লিভ-ইন সম্পর্কে থাকাকালীন প্রেমিকা শ্রদ্ধাকে খুন করার অভিযোগ উঠেছে আফতাবের বিরুদ্ধে। পুলিশের দাবি, তিনি খুনের কথা স্বীকারও করে নিয়েছেন। খুনের পর প্রেমিকার দেহ টুকরো টুকরো করে কেটেছেন আফতাব। ফ্রিজে সেই দেহাংশ রেখে দিয়েছিলেন দিনের পর দিন। একটি একটি করে টুকরো তিনি ফেলে আসতেন নিকটবর্তী জঙ্গলে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর কার্যত শিউরে উঠেছে গোটা দেশ। আফতাবের সেই কীর্তিকেই সমর্থন করেছিলেন বিকাশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন