বাঁচলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

দুর্ঘটনার কথা জানিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রীবলেন, ‘‘অবতরণের জন্য চাকা খোলা শুরু হয়েছিল। তখনই ধাক্কার শব্দ হয়। পরে জানতে পারি পাখির ধাক্কায় এই অবস্থা।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ০৪:০৩
Share:

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। —ফাইল চিত্র।

অল্পের জন্য বড় বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ এবং ১৭৭ জন যাত্রী। আজ বিকেলে দিল্লি থেকে গুয়াহাটি হয়ে ইম্ফলগামী এয়ার ইন্ডিয়ার এআই-৮৮৯ উড়ানটি গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে নামছিল। বিমানবন্দর সূত্রে খবর, সেই সময় পাখির সঙ্গে বিমানের জোরে ধাক্কা লাগে। পাইলট দক্ষতার সঙ্গে বিমান অবতরণ করান। কিন্তু ধাক্কার আঘাতে বিমানের ডান দিকে একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে বিমান আর উড়তে পারেনি।

Advertisement

দুর্ঘটনার কথা জানিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অবতরণের জন্য চাকা খোলা শুরু হয়েছিল। তখনই ধাক্কার শব্দ হয়। পরে জানতে পারি পাখির ধাক্কায় এই অবস্থা।” তাঁর অভিযোগ, বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের দেখভালের জন্য মাত্র ২-৩ জন এয়ার ইন্ডিয়ার কর্মী ছিলেন। কর্মীরা জানান, ইম্ফলে নৈশ অবতরণের ব্যবস্থা নেই। তাই গোটা রাত গুয়াহাটিতেই কাটাতে হবে। আগামী কাল সকালে বিমানের ব্যবস্থা না হলে বিকেলে বিমান মিলবে।

এয়ার ইন্ডিয়া জানায়, ১৭৮ জন যাত্রী থাকা বিমানটি পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হওয়ায় আর ওড়ানো যায়নি। সন্ধ্যার বিমানে কলকাতা থেকে যন্ত্রপাতি নিয়ে ইঞ্জিনিয়াররা গুয়াহাটি আসেন। আগামী কাল যাত্রীদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হবে। যাত্রীদের থাকা-খাওয়ার সব দায়িত্ব নেবে বিমান সংস্থা।

Advertisement

বীরেন বলেন, “এয়ার ইন্ডিয়া যাত্রীদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেনি। অনেক পরে যাত্রীদের বিমানবন্দরের কাছাকাছি হোটেলে পাঠিয়ে দেয় তারা। কিন্তু যাত্রীরা জানতে পারেন বিমান সংস্থার তরফে হোটেলে কিছুই জানানো হয়নি। তখন আমি নিজের তরফেই যাত্রীদের থাকার জন্য ঘরের ব্যবস্থা করতে বলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন