Goa

অসুস্থ হয়ে ফের হাসপাতালে পর্রীকর

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৪
Share:

মনোহর পর্রীকর।

ফের হাসপাতালে ভর্তি হলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। রবিবার রাতে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

Advertisement

মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, রক্তচাপ কমে যাওয়ায় এবং ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেওয়ায় কারণেই চিকিৎসকরা পর্রীকরকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

অগ্ন্যাশয়ের সমস্যা নিয়ে এ মাসের ১৫ তারিখ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন পর্রীকর। সেখান থেকে ২২ তারিখ ছাড়া পেয়ে গোয়ায় ফিরে এসেছিলেন। যোগ দিয়েছিলেন রাজ্য বাজেট অধিবেশনে। রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দিয়েছিলেন তিনি।

Advertisement

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদীর মনের কথা গোবর-ধনে

যদিও সে সময়ই মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছিল, পর্রীকর পুরোপুরি সুস্থ নন। প্রয়োজনে চিকিৎসার জন্য তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement