দিল্লি বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত চিকিৎসক শাহীন সইদ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিল্লি বিস্ফোরণকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর এবং তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য উঠে আসছে। সূত্রের খবর, তদন্তকারীদের নেকনজর এখন ‘ম্যাডাম সার্জন’ তথা চিকিৎসক শাহীন সইদের উপর। ‘ডক্টর টেরর মডিউল’-এর সদস্য চিকিৎসক মুজ়াম্মিল গনাই এবং চিকিৎসক শাহীন সইদকে গ্রেফতারের পর তাঁদের ফোন, হাতেলেখা ডায়েরি, নোটবুক এবং ডিজিটাল নথি থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে তদন্তকারী সূত্রের খবর।
জঙ্গি মডিউলে শাহীন যেমন ‘ম্যাডাম সার্জন’ নামে পরিচিত ছিলেন, তেমনই এ রকম নানা সাঙ্কেতিক নাম উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, ওই সূত্রের দাবি, চিকিৎসক শাহীনের হোয়াট্সঅ্যাপ বার্তা এবং কল রেকর্ড ঘেঁটে তদন্তকারীরা জানতে পেরেছেন, সাঙ্কেতিক শব্দে বেশ কয়েক জনের সঙ্গে কথা হত ‘ম্যাডাম সার্জন’-এর। তাঁদের মধ্যে ‘ম্যাডাম এক্স’ এবং ‘ম্যাডাম জ়েড’ নামে দুই অজ্ঞাতপরিচয় মহিলার নাম উদ্ধার করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এই দুই ছদ্মনামীর সঙ্গে ফোনে নিয়মিত কথা হত চিকিৎসক শাহীনের। তাঁদের কাছ থেকেও নিয়মিত ফোন এবং মেসেজ আসত শাহীনের কাছে।
তদন্তকারী সূত্রের খবর, শাহীনের ফোনের সূত্র ধরে বেশ কয়েকটি সাঙ্কেতিক শব্দেরও হদিস মিলেছে। যেগুলি মূলত চিকিৎসা সংক্রান্ত। তদন্তকারীদের একটি সূত্র জানাচ্ছে, ‘ম্যাডাম এক্স’ এবং ‘জ়েড’-এর সঙ্গে কথোপকথনে বেশ কয়েক বার ‘মেডিসিন’ শব্দটি ব্যবহার হয়েছে। তদন্তকারীদের ধারণা, মূলত বিস্ফোরককেই ‘মেডিসিন’ বলে এখানে উল্লেখ করা হয়েছে। ‘অপারেশন’ শব্দেরও ব্যবহার হয়েছে। তদন্তকারী সূত্রের দাবি, ‘ম্যাডাম এক্স’ তাঁর একটি বার্তায় লিখেছেন, ‘‘অপারেশনের জন্য মেডিসিনের অভাব হওয়া ঠিক নয়।’’ তদন্তকারীরদের সন্দেহ, ‘অপারেশন’ শব্দ ব্যবহার করে জঙ্গি হামলাকে বোঝানো হয়েছে। ওই সূত্রের দাবি, ‘ম্যাডাম জ়েড’-এর একটি বার্তাও তদন্তকারীদের হাতে এসেছে। সেখানে লেখা হয়েছে, ‘‘ম্যাডাম সার্জন, অপারেশন হমদর্দ-এর বিষয়ে আমাদের আরও বেশি নজর দিতে হবে।’’ এই অপারেশনের মাধ্যমে জঙ্গিদলে মহিলাদের নিয়োগ করা হত। আর সেই মহিলা শাখার দায়িত্বে ছিলেন শাহীন।
‘অপারেশন হমদর্দ’-এর পাশাপাশি চিকিৎসক শাহীনের একটি ‘টিম ডি’ ছিল বলে তদন্তকারী সূত্রের দাবি। উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা সেই ‘টিম ডি’-এর রহস্য উন্মোচন করেছে। সূত্রের খবর, ‘টিম ডি’-তে চিকিৎসক শাহীনের সঙ্গী চিকিৎসকেরা শামিল ছিলেন। ওই সূত্রের দাবি, জঙ্গিদের মধ্যে যে সাঙ্কেতিক ভাষায় কথা বলা হত, তার কয়েকটি উদ্ধার হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে ‘স্পেশ্যালিস্ট’। জঙ্গিরা একে অপরকে এই নামে ডাকত। এ ছাড়াও ‘হার্ট স্পেশ্যালিস্ট, আই স্পেশ্যালিস্ট, ফিজিশিয়ান’-এর মতো সাঙ্কেতিক ভাষারও হদিস পেয়েছেন তদন্তকারীরা। তদন্তকারী এক সূত্রের খবর, টাকার জন্য ব্যবহার করা হত ‘অপারেশন কী তৈয়ারী’, ছোট অস্ত্রের জন্য ‘মেডিসিন স্টক’, যে জায়গা রেকি করা হয়েছে তার জন্য ব্যবহার করা হত ‘অপারেশন থিয়েটার’।