পঞ্জাবে বিষমদ খেয়ে মৃত্যু অনেকের। প্রতীকী ছবি।
পঞ্জাবে বিষমদ খেয়ে মৃত্যু হল ১৫ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১০ জন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
পুলিশ সূত্রে খবর, রাজ্যের অমৃতসরের মাজিতা ব্লকের ঘটনা। মৃতদের বেশির ভাগই ভাঙ্গালি কালান, থারিওয়াল, সাঙ্ঘা এবং মারারি কালান ব্লকের বাসিন্দা। গুরুতর অসুস্থদের উদ্ধার করে অমৃতসরের সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অমৃতসরের পুলিশ সুপার (গ্রামীণ) মণীন্দ্র সিংহ সংবাদমাধ্যমকে ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ খবর আসে, মাজিতা এলাকায় একের পর এক বাসিন্দার মৃত্যু হচ্ছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখা হয়। বিষমদ খেয়ে প্রথমে অসুস্থ হয়ে পড়েন অনেকে। তার পর তাঁদের মধ্যে কয়েক জনের মৃত্যু হয়।’’ এই ঘটনায় মদের কারবারি-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ধৃতেরা হলেন, কুলবীর সিংহ, সাহিব সিংহ, গুর্জন্ত সিংহ এবং নিন্দের কউর।
অমৃতসরের ডেপুটি পুলিশ কমিশনার সাক্ষী স্বনী নিজে নজরদারি চালাচ্ছেন। মাজিতা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আফতাব সিংহ বলেন, ‘‘রবিবার সন্ধ্যায় একটি জায়গা থেকেই মদ কেনা হয়েছিল। সেই মদ খেয়ে সোমবার সকালে কয়েক জনের মৃত্যু হয়। প্রশাসনকে না জানিয়েই স্থানীয়েরা মৃতদের শেষকৃত্য করেন। এলাকায় গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে জানতে পারি, অনেকেরই মৃত্যু হয়েছে। তাঁদের গোপনে শেষকৃত্য করে দেওয়া হয়েছে।’’
এই প্রথম নয়, পাঁচ বছর আগে তরণ তারণ এবং গুরদাসপুরে বিষমদে ১৩০ জনের মৃত্যু হয়েছিল। অনেক আবার দৃষ্টিশক্তিও হারিয়েছিলেন। শুধু তরণ তারণেই মৃত্যু হয়েছিল ৮০ জনের।