National News

বিয়েবাড়ির দেওয়াল ভেঙে রাজস্থানে মৃত ২৬

বিয়ের আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে। প্রবল ঝড়বৃষ্টিতে রাজস্থানের একটি বিয়েবাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হল ২৬ জনের। আহত অন্তত ২৮। পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ ভরতপুরের সেওর রোডে ওই দুর্ঘটনা ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০১৭ ১১:০৫
Share:

উদ্ধারকাজে পুলিশকর্মীরা। ছবি: সংগৃহীত।

বিয়ের আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে। প্রবল ঝড়বৃষ্টিতে রাজস্থানের একটি বিয়েবাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হল ২৬ জনের। আহত অন্তত ২৮। পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ ভরতপুরের সেওর রোডে ওই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে চার শিশু এবং ১১ জন মহিলাও রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।

Advertisement

ভরতপুরের পুলিশ সুপার অনিল তাঁক জানিয়েছেন, গত কাল রাতে ওই এলাকায় আচমকাই বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। ঝড়ের দাপট এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে বিয়েবাড়ির টিনের অস্থায়ী চাল-সহ প্রায় ৯০ ফুট লম্বা একটি দেওয়াল ভেঙে পড়ে। দেওয়াল লাগোয়া বেশ কয়েকটি অস্থায়ী খাবারের স্টলও ঝড়ে তছনছ হয়ে যায়। টিনের চালে চাপা পড়ে আটকে পড়েন বহু অতিথি। আতঙ্কে অনেকেই হুড়োহুড়ি করতে থাকেন।

আরও পড়ুন

Advertisement

বিয়েবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তরুণ সেনাকে খুন করল জঙ্গিরা

খবর পেয়ে পুলিশ এসে উদ্ধারকাজে নামে। দেওয়ালের নীচে চাপা পড়া দেহগুলি একে একে উদ্ধার করতে থাকেন পুলিশকর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক এন কে গুপ্ত জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement