Maharashtra Train Incident

লাইনে নেমে দাঁড়ানো ভীত যাত্রীদের চাপা দিয়ে চলে গেল অন্য ট্রেন! অন্তত ১২ জনের মৃত্যু মহারাষ্ট্রে

বুধবার বিকেলে পুষ্পক এক্সপ্রেসে আগুন লেগেছে বলে গুজব ছড়ায়। আতঙ্কে চেন টানেন যাত্রীরা। অনেকে ট্রেন থেকে নেমে পাশের লাইনে দাঁড়ান। সেই সময়ে উল্টো দিক থেকে চলে আসে কর্নাটক এক্সপ্রেস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৯
Share:

মহারাষ্ট্রের জলগাঁও জেলায় পুষ্পক এক্সপ্রেসের যাত্রীদের চাপা দিয়ে চলে যায় কর্নাটক এক্সপ্রেস। ছবি: ভিডিয়ো থেকে।

রেললাইনে নেমে দাঁড়ানো ভীত যাত্রীদের উপর দিয়ে চলে গেল অন্য একটি ট্রেন। মহারাষ্ট্রের এই ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত অনেকে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পুষ্পক এক্সপ্রেসের যাত্রীদের ধাক্কা দেয় কর্নাটক এক্সপ্রেস। তাদের উপর দিয়ে চলে যায় ট্রেনটি। ঘটনাস্থলে রেল আধিকারিকেরা পৌঁছেছেন। উদ্ধারকাজ চলছে। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পুষ্পক এক্সপ্রেসের অন্তত ১২ জন যাত্রীর মৃত্যু হয়েছে। উত্তর মহারাষ্ট্রের জলগাঁওয়ের পরধাড়ে স্টেশনের কাছে বিকেল ৫টা নাগাদ ট্রেনে আগুন লেগেছে বলে গুজব ছড়ায়। যাত্রীরা চেন টেনেছিলেন। এর ফলে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। পরধাড়ের দূরত্ব মুম্বই থেকে ৪০০ কিলোমিটারের বেশি।

ট্রেন দাঁড়িয়ে পড়ার পর অনেকে সেখান থেকে নেমে পাশে রেললাইনের উপর দাঁড়ান। সেই সময়েই উল্টো দিক থেকে আসা কর্নাটক এক্সপ্রেস তাঁদের উপর দিয়ে চলে যায়। বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে মেনে নিয়েছেন রেল আধিকারিকেরা।

Advertisement

মধ্য রেলের প্রধান মুখপাত্র স্বপ্নীল নীলা পিটিআইকে বলেন, ‘‘ট্রেনে আগুন লেগেছে বলে গুজব শুনে পুষ্পক এক্সপ্রেসের কিছু যাত্রী চেন টানেন। ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। কেউ কেউ ট্রেন থেকে নেমে পাশের লাইনে দাঁড়িয়েছিলেন। উল্টো দিক থেকে কর্নাটক এক্সপ্রেস তাঁদের ধাক্কা মেরেছে।’’ রেলের একটি সূত্র দশ জনের মৃত্যু নিশ্চিত করলেও আনুষ্ঠানিক ভাবে মৃতের সংখ্যা এখনও কিছু জানানো হয়নি তাদের তরফে।

পুষ্পক এক্সপ্রেসে কি আগুন লেগেছিল? গুজব ছড়াল কেন? রেলের এক সিনিয়র আধিকারিক পিটিআইকে বলেন, ‘‘প্রাথমিক ভাবে আমরা যে তথ্য পেয়েছি, তাতে পুষ্পক এক্সপ্রেসের একটি কামরায় আগুনের ফুলকি দেখা যাচ্ছিল। সেটা ‘অ্যাক্সল’ গরম হয়ে যাওয়ার কারণে অথবা ‘ব্রেক বাইন্ডিং’-এর কারণে হতে পারে। আগুন দেখে কিছু যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা চেন টানেন। কয়েক জন ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। ওই সময়েই পাশের লাইন দিয়ে কর্নাটক এক্সপ্রেস যাচ্ছিল।’’ মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাটিল জানিয়েছেন, রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে যাচ্ছেন। তাঁরা গেলে ঘটনা সম্পর্কে আরও তথ্য জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement