Facebook Live

কামাখ্যা দর্শনের নামে প্রতারণা

মন্দির পরিচালনা কমিটির বড় দলই মোহিত শৰ্মা জানান, ১৪৩ দিন ধরে বন্ধ আছে কামাখ্যা মন্দির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২০ ০৫:৫৫
Share:

ছবি: সংগৃহীত।

লকডাউনের জেরে মার্চ থেকেই বন্ধ কামাখ্যা মন্দির। কবে খুলবে তার কোনও নিশ্চয়তাও নেই। অথচ তার মধ্যেই ফেসবুকে ১ সেপ্টেম্বর কামাখ্যার পুজো ‘লাইভ দর্শন’ করানোর নামে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ। কামাখ্যায় এ বছর অম্বুবাচী মেলাও হয়নি। শুধু নিত্যপুজো চালাচ্ছেন বাছাই পুরোহিতেরা। ১ সেপ্টেম্বর কামাখ্যা মন্দির খোলা হবে এমন কোনও সিদ্ধান্তও নেওয়া হয়নি।

Advertisement

মন্দির পরিচালনা কমিটির বড় দলই মোহিত শৰ্মা জানান, ১৪৩ দিন ধরে বন্ধ আছে কামাখ্যা মন্দির। লকডাউন পুরোপুরি উঠলে, সরকারের মত নিয়ে দলই সমাজের প্ৰত্যেক সদস্যের উপস্থিতিতে মন্দির খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

কিন্তু অভিযোগ, ফেসবুকে পেজ তৈরি করে দাবি করা হচ্ছে ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পৰ্যন্ত মা কামাখ্যার লাইভ দৰ্শন করানো হবে৷ সেই বাবদ অনলাইনেই জমা নেওয়া হচ্ছে মাথাপিছু ৭৪ টাকা ২২ পয়সা। ইতিমধ্যে এক হাজারের বেশি মানুষ সেই দর্শনে আগ্রহ প্রকাশ করেছেন। অনেকে ইতিমধ্যে টাকাও জমা দিয়েছেন।

Advertisement

মন্দির কমিটি ভক্তদের এই ফাঁদে পা না দেওয়ার অনুরোধ করেছে। বিষয়টি পুলিশকেও জানানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন