Fire at Garib Rath Express

অমৃতসর-সহরসাগামী গরিব রথ এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! ভস্মীভূত তিনটি কামরা, কী ভাবে দুর্ঘটনা, তদন্ত শুরু

স্থানীয় সূত্রে খবর, ট্রেনের ১৯ নম্বর কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল। ট্রেন থামিয়েই যাত্রীদের ওই কামরা থেকে নামিয়ে খালি করে দেওয়া হয়। কয়েক মুহূর্তের মধ্যে ট্রেনের কামরায় আগুন ধরে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১১:২৩
Share:

গরিব রথের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।

পঞ্জাবের অমৃতসর থেকে বিহারের সহরসাগামী গরিব রথ এক্সপ্রেসে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে ট্রেনের তিনটি কামরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

Advertisement

জানা গিয়েছে, অম্বালা থেকে আধ কিলোমিটার দূরে সিরহিন্দ রেলস্টেশনের কাছে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটি সিরহিন্দ স্টেশনে ঢোকার আগে সেটির একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়েরা। তাঁরা ট্রেনের গার্ডকে সতর্ক করেন। গার্ড যোগাযোগ করেন ট্রেনচালকের সঙ্গে। তার পরই ট্রেনটিকে জরুরি ভিত্তিতে থামানো হয়। আগুনের আতঙ্ক মুহূর্তে ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

স্থানীয় সূত্রে খবর, ট্রেনের ১৯ নম্বর কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল। ট্রেন থামিয়েই যাত্রীদের ওই কামরা থেকে নামিয়ে খালি করে দেওয়া হয়। কয়েক মুহূর্তের মধ্যে ট্রেনের কামরায় আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরও দু’টি কামরায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল এবং রেলের শীর্ষকর্তারা। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে রেল সূত্রে খবর। তবে তত ক্ষণে তিনটি কামরা ভস্মীভূত হয়ে গিয়েছে।

Advertisement

এক যাত্রী জানিয়েছেন, হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। তার পরই চিৎকার-চেঁচামেচি শুনতে পাওয়া যায়। ট্রেনের বিভিন্ন কামরা থেকে লোকজন ব্যাগপত্র নিয়ে নামতে শুরু করেছেন। অনেকে তাড়াহুড়োর কারণে পড়েও যান। তত ক্ষণে যাত্রীদের মধ্যে খবর ছড়িয়ে পড়েছিল, ট্রেনে আগুন লেগেছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। উত্তর রেল এই ঘটনার পর বিবৃতি জারি করে জানিয়েছে, ১২২০৪ অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেস যখন বঠিন্ডা স্টেশন পেরোচ্ছিল, সেই সময় একটি কামরা থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। দ্রুত ট্রেনটিকে সিরহিন্দ স্টেশনের কাছে থামিয়ে উদ্ধারকাজ শুরু হয়। এই ঘটনায় এক যাত্রী সামান্য আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement