National news

বিস্ফোরণ, দাউদাউ করে জ্বলছে আগুন, তেলঙ্গানায় পুড়ে মৃত ১০

বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার ওয়ারাঙ্গলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৮ ১৭:০১
Share:

পুড়ে ছাই হয়ে গেছে বাজি কারখানা। ছবি: এএফপি।

বাজি কারখানায় আগুন লেগে মৃত্যু হল ১০ জনের। গুরুতর জখম দু’জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার ওয়ারাঙ্গলে।

Advertisement

পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো ওয়ারাঙ্গলের বাজি কারখানায় কাজ করছিলেন কর্মীরা। সে সময় ১৫ জন কর্মী কারখানায় কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। কারখানার ভিতরে বাজি এবং মশলার মতো দাহ্য পদার্থ থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খুব জোর বিস্ফোরণ হয়। ছুটে গিয়ে দেখেন দাউদাউ করে জ্বলছে কারখানা।খবর যায় পুলিশ এবং দমকলে। কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। উদ্ধার করেন দগ্ধ মৃতদেহগুলি।

Advertisement

আরও পড়ুন: বুরারির মৃত্যুজট খুলতে আত্মীয়দের মনের ময়নাতদন্ত করবে পুলিশ

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকারই জখমদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement