মথুরা নিয়ে সিবিআই তদন্তে সায় রাজনাথের

মথুরা কাণ্ডের পিছনে যখন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের পরিবারের দিকে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে, তখন সমাজবাদী পার্টির অস্বস্তি বাড়াতে আসরে নামল বিজেপি। আজ উত্তরপ্রদেশের আমরোহাতে একটি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, উত্তরপ্রদেশ সরকার চাইলে কেন্দ্র সিবিআই তদন্ত করতে প্রস্তুত। মথুরা কাণ্ডে নিহতের সংখ্যা এ দিন বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০৩:১৭
Share:

মথুরা কাণ্ডের পিছনে যখন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের পরিবারের দিকে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে, তখন সমাজবাদী পার্টির অস্বস্তি বাড়াতে আসরে নামল বিজেপি। আজ উত্তরপ্রদেশের আমরোহাতে একটি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, উত্তরপ্রদেশ সরকার চাইলে কেন্দ্র সিবিআই তদন্ত করতে প্রস্তুত। মথুরা কাণ্ডে নিহতের সংখ্যা এ দিন বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।

Advertisement

শুরু থেকেই অভিযোগ উঠছিল, মথুরার জওহরবাগে জমি দখল করার জন্য বিক্ষোভকারীদের তলে তলে সাহায্য করে আসছিল সমাজবাদী পার্টির ঘনিষ্ঠ এক জমি মাফিয়া। বিজেপি সভাপতি অমিত শাহের অভিযোগ, জমি জবরদখলের পিছনে ছিলেন মুলায়ম সিংহের ভাই তথা অখিলেশের কাকা শিবপাল যাদব। ঘটনাচক্রে তিনি অখিলেশের মন্ত্রিসভায় পূর্ত দফতরের মন্ত্রী। ঘটনায় পরিবারের লোকের নাম জড়িয়ে যাওয়ায় এমনিতেই বিড়ম্বনায় অখিলেশ। ভোটের মুখে শাসক দলকে আরও অস্বস্তিতে ফেলতে সিবিআই তাস খেলেন রাজনাথ সিংহ। তাঁর কথায়, ‘‘উত্তরপ্রদেশে যে কী হচ্ছে তা আমি জানি না। সরকার যদি প্রকৃত সত্য জানতে চায়, তা হলে রাজ্য সিবিআই তদন্তের দাবি জানালে কেন্দ্র তা করতে প্রস্তুত।’’

উচ্ছেদ কাণ্ডে জেলা পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতার চিত্রটি ফুটে ওঠায় বড়সড় রদবদল করার বিষয়ে ভাবছে উত্তরপ্রদেশ সরকার। জেলাশাসকের পাশাপাশি পুলিশের শীর্ষ স্তরে বদল হতে চলেছে বলে সূত্রের খবর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন