সমর্থন তোলার হুঁশিয়ারি মায়ার

কংগ্রেসকে কার্যত হুঁশিয়ারি দিলেন বহুজন সমাজপার্টি-র (বিএসপি) প্রধান মায়াবতী। দাবি পূরণ না হলে তিনি যে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে কংগ্রেস সরকার থেকে সমর্থন প্রত্যাহার করবেন তা-ও সোমবার স্পষ্ট করে দিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ০২:৪৯
Share:

কংগ্রেসকে কার্যত হুঁশিয়ারি দিলেন বহুজন সমাজপার্টি-র (বিএসপি) প্রধান মায়াবতী। দাবি পূরণ না হলে তিনি যে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে কংগ্রেস সরকার থেকে সমর্থন প্রত্যাহার করবেন তা-ও সোমবার স্পষ্ট করে দিয়েছেন।

Advertisement

গত ২ এপ্রিল ভারত বন্‌ধের ডাক দিয়েছিল বিএসপি। সে সময় বিজেপি শাসিত সরকারগুলি একাধিক বিএসপি কর্মী-সমর্থককে গ্রেফতার করেছিল। ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে কংগ্রেস ক্ষমতা দখলের পর দলীয় কর্মী-সমর্থকেদের মুক্তির ব্যাপারে সরব হয়েছেন মায়াবতী। একটি বিবৃতিতে এদিন তিনি বলেন, ‘‘ভারত বন্‌ধের সময় যে সব নিরীহ মানুষদের গ্রেফতার করা হয়েছিল, নবনির্বাচিত কংগ্রেস সরকার তাঁদের উপর থেকে অভিযোগ প্রত্যাহার করুক এবং দ্রুত ব্যবস্থা নিক। নাহলে ওই দুই রাজ্যর সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ার ব্যাপারে বিএসপি পুনরায় চিন্তাভাবনা করবে।’’

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে বিএসপির দু’জন বিধায়ক এবং রাজস্থানে ছ’জন বিধায়ক বাইরে থেকে কংগ্রেস সরকারকে সমর্থন করছে। কংগ্রেসকে কার্যত হুঁশিয়ারি দিয়েই মায়াবতীর বার্তা, ‘‘ঘোষণাই যথেষ্ট নয়। প্রতিশ্রুতি খাতায়কলমে থেকে যায় বলে লোকে কংগ্রেস এবং বিজেপিকে একই মুদ্রায় এপিঠ-ওপিঠ ভাবে। কংগ্রেসের সামনে ওই ধারণা বদলের সুযোগ রয়েছে।’’

Advertisement

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে চাপে রাখার কৌশল নিচ্ছেন মায়াবতী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন