ইভিএম নিয়ে জোট চান মায়া

ইভিএম জালিয়াতির বিরুদ্ধে আন্দোলনে বিজেপি-বিরোধী দলগুলির সঙ্গে হাত মেলাতে তাঁর কোনও সঙ্কোচ নেই বলে জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ০২:৪৯
Share:

ইভিএম জালিয়াতির বিরুদ্ধে আন্দোলনে বিজেপি-বিরোধী দলগুলির সঙ্গে হাত মেলাতে তাঁর কোনও সঙ্কোচ নেই বলে জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী।

Advertisement

দলিত নেত্রীর দাবি, উত্তরপ্রদেশে সাম্প্রতিক বিধানসভা ভোটে ইভিএম জালিয়াতি করেছে বিজেপি। এবং তা নিয়ে তিনি সরব হয়েছেন বলেই কেন্দ্র ও রাজ্যের শাসক দল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মায়াবতীর আমলে রাজ্যের ২১টি চিনিকল বিক্রি হওয়া নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ লখনউয়ে অম্বেডকর জয়ন্তী উপলক্ষে বিএসপি-র সভায় মায়া বলেন, ‘‘সেই সময়ে চিনি দফতরের দায়িত্বে ছিলেন নাসিমুদ্দিন। আর সবই ছিল মন্ত্রিসভার সিদ্ধান্ত।’’ তাঁর অভিযোগ, ২০১৪-য় ইভিএম জালিয়াতি করেই ক্ষমতায় এসেছিল বিজেপি। সেটা বোঝা গেল উত্তরপ্রদেশের ভোটে। অন্তত ২৫০ আসনে ইভিএম জালিয়াতি হয়েছে। আজ মায়া বলেন, ‘‘গণতন্ত্রের স্বার্থেই বিজেপি এবং ইভিএম জালিয়াতির বিরুদ্ধে লড়তে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন