rainfall

বেলা শেষে বেশি বৃষ্টির সম্ভাবনা, ভাসাবে সেপ্টেম্বর, পূবার্ভাসে জানিয়ে দিল মৌসম ভবন

বর্ষার শেষ বেলাতেও বাড়তি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। সাধারণত সেপ্টেম্বর মাস নাগাদ বর্ষা বিদায় নিতে শুরু করে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৯
Share:

এ বছর সেপ্টেম্বরেও অতিরিক্ত বৃষ্টি হতে পারে। প্রতীকী ছবি।

এ বারে বর্ষাকালে উদ্বৃত্ত বৃষ্টি হয়েছে দেশে। শেষবেলাতেও বাড়তি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। সাধারণত সেপ্টেম্বর মাস নাগাদ বর্ষা বিদায় নিতে শুরু করে। সেই সেপ্টেম্বরেই স্বাভাবিকের থেকে বাড়তি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদদের একাংশ।

Advertisement

মৌসম ভবন সাম্প্রতিক পূবার্ভাসে জানিয়েছে, এ বছর সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা দীর্ঘ সময়ের গড়ের (এলপিএ) তুলনায় ৯ শতাংশ বেশি। ১৯৭১ সাল থেকে ২০২০ সালের মধ্যে সেপ্টেম্বর মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৬৭.৯ মিলিমিটার। গত বছরে কিছুটা কম হলেও ২০১৯ সাল থেকে বর্ষার সময় উদ্বৃত্ত বৃষ্টি হচ্ছে। সে বছর জুন থেকে সেপ্টেম্বর— যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা, তার থেকে ১০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। ২০২০ সালেও দেশে ৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। সে বার অগস্টে ২৭ শতাংশ এবং সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে ৫২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল।

কিন্তু ২০২১ সালে সামান্য হলেও কম বৃষ্টি হয় দেশে। বর্ষায় সে বছর স্বাভাবিকের চেয়ে ১ শতাংশ কম বৃষ্টি হয়েছে। যদিও সেপ্টেম্বরে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য ভাবে ৩৫ শতাংশ বাড়ে। এ বছর দেশে ইতিমধ্যেই ৬ শতাংশ উদ্বৃত্ত বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরে আরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদদের একাংশ। কিন্তু কেন সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বৃষ্টি হবে? কারণ এখনও স্পষ্ট নয়। তবে আবহাওয়াবিদদের ওই অংশটি মনে করেছেন, ‘লা নিনা’-র প্রভাবে এই উদ্বৃত্ত বৃষ্টি হচ্ছে সেপ্টেম্বরে। মধ্য প্রশান্ত মহাসাগরে এর অবস্থানে কারণে ২০২০ সালের সেপ্টেম্বরে অতিরিক্ত বৃষ্টি হয়। লা নিনার মতো পরিস্থিতি প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়ার ফলে এ বছর সেপ্টেম্বরেও অতিরিক্ত বৃষ্টি হতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন