Operation Sindoor

‘অপারেশন সিঁদুর’ শুরুর আগে পাকিস্তানকে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি! বিদেশ মন্ত্রক স্পষ্ট করল জয়শঙ্কর-মন্তব্যের ব্যাখ্যা

পাকিস্তানকে সতর্ক করা নিয়ে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। প্রশ্ন তুলেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এই অবস্থায় জয়শঙ্করের মন্তব্যের ব্যাখ্যা দিল বিদেশ মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ২০:৫৮
Share:

‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যের ব্যাখ্যা দিল বিদেশ মন্ত্রক। —ফাইল চিত্র।

পাকিস্তানকে সতর্ক করা নিয়ে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যের ব্যাখ্যা দিল নয়াদিল্লি। ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে, ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার আগে পাকিস্তানের উদ্দেশে কোনও বার্তা দেওয়া হয়নি। সংবাদ সংস্থা এএনআই অনুসারে, বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পরে প্রাথমিক পর্যায়ের কথা বোঝাতে চেয়েছেন জয়শঙ্কর। তাঁর মন্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলেও জানিয়েছে বিদেশ মন্ত্রক।

Advertisement

বিতর্কের সূত্রপাত সংবাদমাধ্যমে জয়শঙ্করের প্রতিক্রিয়ার একটি ভিডিয়োকে কেন্দ্র করে। ওই ভিডিয়োয় বিদেশমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, “অভিযান (অপারেশন সিঁদুর)-এর শুরুতে আমরা পাকিস্তানকে একটি বার্তা দিয়েছিলাম। বলা হয়েছিল, আমরা জঙ্গিঘাঁটিতে আঘাত করছি। আমরা (পাকিস্তানের) সামরিক বাহিনীর উপর কোনও হামলা করছি না। এই কাজে হস্তক্ষেপ না-করা এবং এর থেকে দূরে থাকার বিকল্প (অপশন) রয়েছে (পাকিস্তানি) সামরিক বাহিনীর কাছে। তবে তারা সেই সুপরামর্শ নিতে চায়নি।” সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

তবে ওই ভিডিয়ো ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের রাজনৈতিক মহলে। ভারতের অভিযান শুরুর মুখে বা আগেই পাকিস্তানকে জানানো হয়েছিল— এমন ব্যাখ্যাও করতে শুরু করেছেন কেউ কেউ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও ওই ভিডিয়োর অংশ সমাজমাধ্যমে পোস্ট করে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, “আমাদের আক্রমণ শুরুর সময় পাকিস্তানকে তা জানিয়ে দেওয়া ছিল একটি অপরাধ। বিদেশমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে।” এর পরেই রাহুল জোড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন কেন্দ্রের উদ্দেশে। তাঁর প্রথম প্রশ্ন, এই সিদ্ধান্তে কে অনুমোদন দিয়েছিলেন? দ্বিতীয় প্রশ্ন, এর ফলে ভারতীয় বায়ুসেনা কতগুলি বিমান হারিয়েছে?

Advertisement

ওই ভি়ডিয়ো ঘিরে বিতর্ক ছড়াতেই কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘প্রেস ইনফরমেশন ব্যুরো’ (পিআইবি) সমাজমাধ্যমে তথ্যযাচাই করে একটি বিবৃতি দেয়। ‘পিআইবি ফ্যাক্ট চেক’-এর সমাজমাধ্যম পাতায় জানানো হয়, জয়শঙ্করের মন্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। পরে সংবাদ সংস্থা এএনআইও ওই মন্তব্যের প্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের ব্যাখ্যা প্রকাশ করেছে। এএনআই অনুসারে, বিদেশ মন্ত্রকের বক্তব্য, “জয়শঙ্কর বলেছিলেন আমরা শুরুতে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছিলাম, যা স্পষ্টতই ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পরের প্রাথমিক পর্যায়ে। এটিকে (অভিযান) শুরুর আগে থেকেই বলে ভুল ভাবে উপস্থাপন করা হচ্ছে। তথ্যের এই সম্পূর্ণ ভুল উপস্থাপনা কাম্য নয়।”

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলার সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলে অভিযোগ ভারতের। যদিও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে আসছে। এই আবহে গত ৭ এপ্রিল রাতে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। ভারত ওই সময় পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিতে হামলা করেনি। যদিও এর পরে ভারতের উপর হামলা চালায় পাকিস্তান এবং ভারতও জবাব দেয়। পরে ভারতীয় সেনার তিন বাহিনীর যৌথ সাংবাদিক বৈঠকেও এই ঘটনাক্রম স্পষ্ট করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement