National News

ট্রেনের হর্নের কোনটার কী মানে জানেন?

দূরপাল্লার ট্রেনে তো সফর করেন। ট্রেন চলার সময় চালক কখনও শর্ট বা কখনও লং হর্ন বাজান। এই শর্ট ও লং হর্ন বাজানোর কতগুলো কারণ রয়েছে। কী সেই কারণ সেগুলো জেনে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৮ ১৪:০১
Share:
০১ ০৯

দূরপাল্লার ট্রেনে তো সফর করেন। ট্রেন চলার সময় চালক কখনও শর্ট বা কখনও লং হর্ন বাজান। এই শর্ট ও লং হর্ন বাজানোর কতগুলো মানে রয়েছে। কী সেগুলো জেনে নেওয়া যাক।

০২ ০৯

এক বার শর্ট হর্ন বাজালে বুঝতে হবে ট্রেনটির রেলইয়ার্ডে যাওয়ার সময় হয়ে গিয়েছে।

Advertisement
০৩ ০৯

দু’বার শর্ট হর্ন বাজালে বুঝতে হবে ট্রেন ছাড়ার জন্য প্রস্তুত। ছাড়ার আগে তাই চালক দু’বার শর্ট হর্ন বাজিয়ে ইঙ্গিত দেন।

০৪ ০৯

আপৎকালীন ক্ষেত্রে তিন বার শর্ট হর্ন বাজান চালক। এর অর্থ হল, ট্রেনের ইঞ্জিনের নিয়ন্ত্রণ লোকো পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। সেই সঙ্গে গার্ডের কাছে বার্তা যায় ভ্যাকুম ব্রেক দিয়ে যেন ট্রেন থামানো হয়।

০৫ ০৯

ট্রেনের চালক যদি চার বার শর্ট হর্ন বাজান, তা হলে বুঝতে হবে ট্রেনে যান্ত্রিক কোনও সমস্যা হয়েছে। আর এগিয়ে যাওয়া সম্ভব নয়।

০৬ ০৯

দু’বার শর্ট হর্ন আর এক বার লং হর্ন বাজালে বুঝতে হবে কেউ ট্রেনের আপৎকালীন চেন টেনেছেন বা গার্ড ভ্যাকুম ব্রেক কষেছেন।

০৭ ০৯

ট্রেন চলার সময় যদি লম্বা হর্ন বাজাতে থাকে, তা হলে বুঝতে হবে সামনেই কোনও স্টেশন আছে। আর সে স্টেশনে ট্রেনটি থামবে না।

০৮ ০৯

থেমে থেমে দু’বার হর্ন বাজালে বুঝতে হবে সামনেই লেভেল ক্রসিং আছে। তাই চালক সতর্ক করে দেন কেউ যেন ক্রসিং পারাপার না করেন।

০৯ ০৯

ট্রেন যখন ট্র্যাক পরিবর্তন করে তখন চালক দু’বার লম্বা হর্ন এবং এক বার শর্ট হর্ন বাজান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement