ভ্লগারের ক্যামেরায় ধরা পড়েন সোনম এবং রাজা। ফাইল চিত্র।
মেঘালয়ে ট্রেকিংয়ের সময় তাঁর ক্যামেরায় ধরা পড়েছিলেন সোনম এবং রাজা। শুধু তা-ই নয়, রাজার তিন ‘খুনি’রও ছবি ধরা পড়েছিল। সেই ভ্লগারকে এ বার তলব করল মেঘালয় পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। তবে পুলিশ সূত্রে খবর, ওই ভ্লগারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি।
রাজা রঘুবংশী হত্যাকাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে, সেই সময় প্রথমে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। ভিডিয়োতে রাজা এবং তাঁর স্ত্রী সোনম দু’জনকেই দেখা গিয়েছে। তাঁরা ট্রেক করে উঠছিলেন। দেব সিংহ নামে এক ভ্লগার ভিডিয়ো করছিলেন। পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিংয়ের সেই ভিডিয়োয় রাজা এবং সোনমকে দেখা যায়। সোনম আগে ছিলেন। সাদা টি-শার্ট পরা ছিল। হাতে লাঠি এবং কাঁধে ছোট কালো ব্যাগ। এ ছাড়াও হাতে একটা পলিথিন প্যাকেট ছিল। সেটির মধ্যে বর্ষাতি ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সোনমের ঠিক পিছনেই ছিলেন রাজা।
পুলিশ জানতে পেরেছে, ভিডিয়োটি ২৩ মে-র। ঘটনাচক্রে, ওই দিনই রাজা খুন হন। আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখানে তিন যুবককে ট্রেক করে উঠতে দেখা গিয়েছে। সেই ভিডিয়োতে রাজার তিন ‘খুনি’কে দেখা গিয়েছে। তাঁরাও ট্রেক করে উঠছিলেন। তাঁদের মধ্যে এক জন ক্যামেরা দেখেই মুখ আড়াল করার চেষ্টা করেন। ভ্লগার দেবের এই ভিডিয়োই এখন তদন্তের অংশ হয়ে উঠেছে। আর সে কারণেই ভ্লগারের বয়ান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
মেঘালয় ভ্রমণ থেকে ফিরে সেই ভিডিয়ো দেখছিলেন ভ্লগার দেব। তত দিনে রাজা এবং সোনমের ঘটনা চার দিকে শোরগোল ফেলে দিয়েছিল। ভ্লগার ইনস্টাগ্রামে বলেন, ‘‘মেঘালয় ভ্রমণের ভিডিয়ো দেখছিলাম। তখনই আমার চোখে পড়ে ইনদওরের ওই দম্পতি। যে সময় ভিডিয়োটি করেছি, তখন সকাল পৌনে ১০টা। আমরা ট্রেক করে নীচে নামছিলাম। রাজা-সোনম উপরে উঠছিলেন।’’
ভ্লগারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে পুলিশ। এই ভিডিয়োর বিষয়ে তাঁদের সহযোগিতা চাওয়া হয়েছে।