একই পরিবারের তিন জনকে খুন করার অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
ডাইনি অপবাদে একই পরিবারের তিন জনকে খুনের অভিযোগ উঠল। ঝাড়খণ্ডের লোহারডাগা জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে ঘুমিয়ে ছিলেন ওই পরিবারের লোকজন। তখন ঘরে ঢুকে ধারালো অস্ত্রের কোপ দিয়ে তাঁদের খুন করা হয়। তার পরে ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে পালিয়ে যান অভিযুক্তেরা।
বৃহস্পতিবার সকালে ওই বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন এসডিপিও বেদান্ত সরকার, স্থানীয় থানার ওসি বীরেন্দ্র কুমার। পুলিশ ওই বাড়ির ভিতর থেকে তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম লক্ষ্মণ নাগেসিয়া (৪৭), তাঁর স্ত্রী বিফানি নাগেসিয়া (৪৫) এবং তাঁদের পুত্র রামবিলাস নাগেসিয়া। রামবিলাসের বয়স ন’বছর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতে বাড়িতে ছিলেন চার জন সদস্য। তাঁদের মধ্যে তিন জনকে খুনের অভিযোগ উঠেছে। চতুর্থ জন, সুখমণি নাগেসিয়া লক্ষ্মণের পুত্রবধূ কোনও মতে প্রাণে বেঁচে গিয়েছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁকে তাঁর ঘরে আটকে রেখেছিলেন অভিযুক্তেরা। সে সময় তাঁর শ্বশুর, শাশুড়ি এবং দেওরকে কুপিয়ে খুন করা হয়েছে। সুখমণির অভিযোগ, গ্রামবাসীদের একাংশ গত কয়েক দিন ধরেই তাঁদের হেনস্থা করছিলেন। পরিবারের সদস্যেরা ডাইনিবিদ্যা প্রয়োগ করেন— এমন অপবাদও দেওয়া হয়েছিল। এসডিপিও শঙ্কর জানিয়েছেন, তদন্ত চলছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।