National news

বিজেপির তোপের মুখে এ বার ‘মের্সাল’ অভিনেতা

তামিলনাড়ুর বিজেপি নেতা এইচ রাজা টুইটারে বিজয়ের ভোটার কার্ডের ছবি পোস্ট করেন। সেখানে তিনি মন্তব্য করেন, খ্রিস্টান হওয়ার কারণেই মোদীর উপর রাগ রয়েছে বিজয়ের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ২১:৪৩
Share:

‘মের্সাল’ ছবির অভিনেতা বিজয়। —ফাইল চিত্র।

পর্দায় জিএসটির নিন্দা করে ইতিমধ্যেই গৈরিক কোপে পড়েছে ‘মের্সাল’। সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবি থেকে বেশ কিছু সংলাপ মুছে ফেলতে সচেষ্ট হয়েছে বিজেপি। ছবির নায়ক বিজয়ও বাদ পড়লেন না বিজেপির নিশানা থেকে।

Advertisement

তামিলনাড়ুর বিজেপি নেতা এইচ রাজা টুইটারে বিজয়ের ভোটার কার্ডের ছবি পোস্ট করেন। সেখানে তিনি মন্তব্য করেন, খ্রিস্টান হওয়ার কারণেই মোদীর উপর রাগ রয়েছে বিজয়ের। তাই নিজের ছবিতে এ রকম সংলাপ রেখেছেন। এ ভাবেই তিনি হিন্দুদের মোদীর বিরুদ্ধে হিন্দুদের উস্কানি দিতে চাইছেন। যদিও ওই ছবিতে বিজয়কে এক জন হিন্দু যুবকের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। টুইটারে এমন মন্তব্য পোস্ট করার ফল অবশ্য উল্টোই হয়েছে। কারও ব্যক্তিগত পরিচয়পত্র এ ভাবে প্রকাশ করায় তুমুল ভাবে সমালোচিত হয়েছেন তিনি। তো কেউ আবার তাঁকে সাম্প্রদায়িক বলেও মন্তব্য করেছেন।

আরও পড়ুন: গুজরাতে সিঙ্গুরের ছায়া, মোদীকে ন্যানো নিয়ে খোঁচা রাহুলের

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘মের্সাল’-এর যে অংশটি নিয়ে বিতর্কের সূত্রপাত, তাতে দেখা যাচ্ছে, নায়ক বিজয় ওরফে ভেট্রি জনতার উদ্দেশে বলছেন, ‘‘সিঙ্গাপুরের লোকে ৭% জিএসটি দেয়, বিনামূল্যে চিকিৎসা পায়। ভারত সরকার ২৮ শতাংশ জিএসটি নেয়। কিন্তু কেন বিনামূল্যে চিকিৎসা দিতে পারে না? আমরা ওষুধের জন্য ১২% জিএসটি দিই, কিন্তু মদে জিএসটি নেই! দেশের সরকারি হাসপাতালগুলোয় অক্সিজেন সিলিন্ডার থাকে না!’’

জিএসটির বিরুদ্ধে সংলাপ থাকায় তীব্র প্রতিবাদ জানায় বিজেপি। নায়কের মুখে কিছু সংলাপ অসত্য— এই দাবিতে ওই অংশটি মুছতে বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পন রাধাকৃষ্ণন-সহ একাধিক বিজেপি নেতা।

বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন দক্ষিণের সংস্কৃতি জগতের বড় অংশ। ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন