National news

মিটু বিতর্কে বিনোদ দুয়ার বিরুদ্ধে সরব ফিল্মমেকার

#মিটু আন্দোলনে যেন ঝড় উঠেছে দেশে। কোনও একজনের সম্পর্কে একটা ঘটনা সামনে এল, সেটায় ধাতস্থ হওয়ার আগেই সামনে উঠে আসছে অন্য কোনও এক ব্যক্তির সম্পর্কে অন্য কোনও একটা ঘটনা। রবিবারই সকালে সামনে আসে সুভাষ ঘাইয়ের যৌন হেনস্তার কথা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ২০:১১
Share:

বিনোদ দুয়া। —ফাইল চিত্র।

#মিটু আন্দোলনে যেন ঝড় উঠেছে দেশে। কোনও একজনের সম্পর্কে একটা ঘটনা সামনে এল, সেটায় ধাতস্থ হওয়ার আগেই সামনে উঠে আসছে অন্য কোনও এক ব্যক্তির সম্পর্কে অন্য কোনও একটা ঘটনা। রবিবারই সকালে সামনে আসে সুভাষ ঘাইয়ের যৌন হেনস্থার কথা। তার কিছু পরেই ফের সামনে এল আরও এক যৌন হেনস্থার ঘটনা। #মিটু বিতর্কে এ বার নাম জড়াল সাংবাদিক বিনোদ দুয়ার।

Advertisement

তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানালেন ফিল্মমেকার নিষ্ঠা জৈন। কীভাবে বিনোদের সঙ্গে তাঁর দেখা এবং পরবর্তীকালে কী ভাবে তিনি যৌন হেনস্থার শিকার হয়েছিলেন সবটা পুঙ্খানুপুঙ্খ লিখে ফেসবুকে পোস্ট করেছেন নিষ্ঠা।

তিনি লিখেছেন, ‘জুন, ১৯৮৯। সে দিন আমার জন্মদিন ছিল। বাড়িতে প্রচুর লোকজন ছিল। সম্প্রতি স্নাতক হয়েছি। চাকরির ইন্টারভিউয়ের জন্য এক টিভি পার্সোনালিটির কাছে যাই। কিন্তু ইন্টারভিউয়ের বদলে আমাকে নোংরা জোকস শোনাতে শুরু করেন তিনি। আমি ভয় পেয়ে যাই। ঘামতে শুরু করি। সে দিন চোখে জল নিয়ে ঘরে ফিরেছিলাম। ভাইয়ের সঙ্গে এই খারাপ অভিজ্ঞতা শেয়ার করি। পরে অন্য একটি সংস্থা নিউজট্র্যাকে আমি একটা কাজ পাই। একদিন রাতে অফিস থেকেই ফিরছিলাম। তখন পার্কিং প্লেসে উনি দাঁড়িয়ে ছিলেন। আমি জানি না কী ভাবে খবর পেয়েছিলেন আমার এই নতুন কাজের। হয়তো অফিসেই তাঁর কোনও বন্ধু এই খবর দিয়েছিলেন। ওই দিন তিনি আমাকে তাঁর গাড়িতে উঠতে বলেন। আমি ভেবেছিলাম তিনি হয়তো নিজের কৃতকর্মের জন্য দুঃখিত ছিলেন। আর সেটাই আমাকে বলতে চাইছিলেন। তাই গাড়িতে উঠে পড়ি। কিন্তু তারপর আমাকে জড়িয়ে ধরে সারা মুখে কিস করতে শুরু করেন। কোনওক্রমে সেদিন গাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর আরও অনেকবার একই জায়গায় ওঁকে অপেক্ষা করতে দেখেছি। তিনি সাংবাদিক বিনোদ দুয়া।’

Advertisement

বিনোদ দুয়া অবশ্য এখনও এ বিষয়ে মুখ খোলেননি।

আরও পড়ুন: # মিটু’র জের! প্রমাণিত দোষীদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত মহিলা পরিচালকদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন