National News

মহড়া চলাকালীন রাজস্থানে ভেঙে পড়ল মিগ

রাজস্থানের বারমেরের কাছে ভেঙে পড়ল একটি মিগ বিমান। বিমানে দু’জন পাইলট ছিলেন। অল্পের জন্য রক্ষা পয়েছেন তাঁরা। বিমানবাহিনী সূত্রে খবর, শনিবার বেলার দিকে বারমেরের উত্তেরলাই বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য বিমানটি ওড়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪২
Share:

ফাইল চিত্র।

রাজস্থানের বারমেরের কাছে ভেঙে পড়ল একটি মিগ বিমান। বিমানে দু’জন পাইলট ছিলেন। অল্পের জন্য রক্ষা পয়েছেন তাঁরা।

Advertisement

বিমানবাহিনী সূত্রে খবর, শনিবার বেলার দিকে বারমেরের উত্তেরলাই বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য বিমানটি ওড়ে। মহড়া চলাকালীন হঠাত্ই মালিও কি ধানি এলাকায় একটি জমির উপর ভেঙে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

যান্ত্রিক গোলযোগ, না কি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে বলে বিমানবাহিনীর তরফে জানানো হয়েছে।

Advertisement

গত বছরেই মহড়া চলাকালীন জম্মু-কাশ্মীরের সইবাগে মাঠের উপর ভেঙে পড়েছিল একটি মিগ।

মিগ দুর্ঘটনার বিষয়টি নতুন নয়। ১৯৭০ সাল থেকে বার বার দুর্ঘটনার মুখে পড়েছে। দেড়শোরও বেশি পাইলটের মৃত্যু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রকের হিসেব বলছে ২০১২ থেকে যে ক’টি যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে, তার অর্ধেকই মিগ। এই কারণে একে ‘ফ্লাইং কফিন’ও বলা হয়।

আরও খবর...

মুক্তিপণ পেয়েও খুন ৩ অপহৃত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement