National News

প্রকাশ্য প্রস্রাব করে বির্তকে মোদীর মন্ত্রী রাধামোহন

ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার এক পাশে নিজের লালবাতি লাগানো গাড়ি দাঁড় করিয়ে একটি দেওয়ালের গায়ে প্রস্রাব করছেন রাধামোহন। অন্য দিকে মুখ ঘুরিয়ে রয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৭ ১৬:৪৪
Share:

কেন্দ্রীয় মন্ত্রী রাধামোহনের এই ছবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ছবি সৌজন্য: রাষ্ট্রীয় জনতা দলের টুইটার।

প্রকাশ্যে শৌচকর্মের বিরুদ্ধে মোদী সরকার অভিযান চালালেও তাঁর মন্ত্রীরা কি তাতে যথেষ্ট গুরুত্ব দেন? প্রশ্নটা উঠতে শুরু করেছে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিংহের প্রকাশ্যে প্রস্রাব করার একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকে। এই আচরণ নিয়ে বিতর্কের পাশাপাশি তাঁর গাড়িতে লালবাতি লাগানো থাকা নিয়েও সমালোচনার মুখে পড়েছেন মন্ত্রী।

Advertisement

বৃহস্পতিবার তাদের নিজস্ব টুইটার হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রীর ওই ছবি শেয়ার করেছে রাষ্ট্রীয় জনতা দল। ঠিক কবে এই কাজে ব্যস্ত ছিলেন রাধামোহন ছবিতে তার উল্লেখ নেই। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, গত ২৫-২৬ জুন বিহারের মোতিহারিতে মন্ত্রীর সফরের সময়েই সে ছবি তোলা হয়েছিল। ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার এক পাশে নিজের লালবাতি লাগানো গাড়ি দাঁড় করিয়ে একটি দেওয়ালের গায়ে প্রস্রাব করছেন রাধামোহন। অন্য দিকে মুখ ঘুরিয়ে রয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন

Advertisement

গো-ভক্তির নামে মানুষ খুন কিছুতেই মেনে নেওয়া যায় না: প্রধানমন্ত্রী

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ছবি প্রকাশ্যে আসামাত্রই মন্ত্রীর এই আচরণকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল দুনিয়ায় এ নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ তো বটেই, অনেকে আবার মন্ত্রীর ইস্তফাও দাবি করেছেন। কটাক্ষ করতে পিছপা হয়নি বিরোধীরা। আম আদমি পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও আইনজীবী সোমনাথ ভারতীর দাবি, “প্রধানমন্ত্রীর দফতর যদি ‘স্বচ্ছ ভারত’ অভিযানে এতটাই একনিষ্ঠ হয় তবে এই আচরণের জন্য মন্ত্রীর কাছে জবাবদিহি তলব করা উচিত!” চিত্তজিৎ মিত্র নামে এক কনটেন্ট লেখকের কটাক্ষ, “স্বচ্ছ ভারত’ অভিযানের জন্য সাধারণ মানুষকে কর দিতে বাধ্য করা হচ্ছে আর রাধামোহনের মতো মন্ত্রীরা এ ভাবে প্রকাশ্যে প্রস্রাব করছেন, বাহ্‌, নরেন্দ্র মোদীজি, বাহ্‌!”

শুধুমাত্র প্রকাশ্যে প্রস্রাব করাই নয়, রাধামোহনের গাড়ির লালবাতি নিয়েও প্রশ্ন উঠছে। গত ১ মে থেকেই দেশ জুড়ে মন্ত্রী-আমলাদের গাড়িতে লালবাতির ব্যবহার নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও ছবিতে দেখা গিয়ে গিয়েছে, মন্ত্রীর গাড়িতে লালবাতি লাগানো রয়েছে।

রাধামোহনের এহেন বিতর্কিত আচরণ নতুন নয়। চলতি মাসেই পুলিশের গুলিচালনায় পাঁচ জন কৃষক নিহত হওয়ার ঘটনা নিয়ে মধ্যপ্রদেশের মন্দসৌর উত্তাল হলেও সেখানে না গিয়ে বাবা রামদেবের সঙ্গে বিহারে একমঞ্চে যোগাসনে দেখা গিয়েছিল তাঁকে। তা নিয়েও কম সমলোচনার মুখে পড়েননি রাধামোহন।

অনেকের প্রশ্ন, যে ‘স্বচ্ছ ভারত’ অভিযান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতটাই সরব, সেই সরকারের অংশ হয়ে কী ভাবে এ কাজ করতে পারেন রাধামোহন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন