Household Income

সমীক্ষা করবে কেন্দ্র

এত দিন পর্যন্ত সরকারি স্তরে পারিবারিক খরচের উপরে সমীক্ষা হয়েছে। কিন্তু আয়ের সমীক্ষা করার চেষ্টা হলেও তা সফল হয়নি। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক আয়ের সমীক্ষা চালানোর জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ০৯:৩১
Share:

—প্রতীকী চিত্র।

এই প্রথম দেশ জুড়ে পরিবারের আয় নিয়ে সমীক্ষা করবে পরিসংখ্যান মন্ত্রক। ২০২৬-এ এই সমীক্ষা হবে। কেন্দ্রের বক্তব্য, গত ৭৫ বছরে দেশের অর্থনীতিতে কী কাঠামোগত পরিবর্তন এসেছে, তা বুঝতে আয়ের সমীক্ষা প্রয়োজন।

এত দিন পর্যন্ত সরকারি স্তরে পারিবারিক খরচের উপরে সমীক্ষা হয়েছে। কিন্তু আয়ের সমীক্ষা করার চেষ্টা হলেও তা সফল হয়নি। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক আয়ের সমীক্ষা চালানোর জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা এই কমিটির নেতৃত্বে থাকবেন। পঞ্চাশ ও ষাটের দশকে পারিবারিক খরচের সমীক্ষার অংশ হিসেবে আয়ের সমীক্ষা চালানোর চেষ্টা হয়েছিল। কিন্তু তাতে দেখা যায়, খরচ ও সঞ্চয়ের তুলনায় আয়ের পরিমাণ কম আসছে। তার পরে আশির দশকেও পারিবারিক আয়ের তথ্য জোগাড় করা সম্ভব কি না, খতিয়ে দেখা হয়। কিন্তু জাতীয় স্তরে সমীক্ষা হয়নি। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান হিসেবে ভারতের মাথা পিছু আয় ২০২৪-২৫ সালে ছিল বছরে ২.৩১ লক্ষ টাকা। পরিসংখ্যান মন্ত্রকের বক্তব্য, পারিবারিক আয়ের সমীক্ষা জরুরি। এতে আয়ের বণ্টন জেনে তার ভিত্তিতে কল্যাণমূলক প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন