ABP Annual Sports 2025-26

আনন্দ ক্রীড়ায় সেরা চন্দন

পুরুষদের ১০০ ও ২০০ মিটার দৌড়ে প্রথম হন চন্দন। পঞ্চাশোর্ধ্বদের ৮০০ মিটার হাঁটায় প্রথম স্থান অধিকার করেন ইলেকট্রিক‌্যাল বিভাগের প্রদ‌্যোত কুমার কুণ্ডু। মহিলাদের ‘বাস্কেট দ‌্য বল’-এ সেরা টেলিগ্রাফের অমৃতা তপাদার, পুরুষদের বিভাগে প্রথম হয়েছেন সেলসে্‌র অনিরুদ্ধ বসু।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৫:৫৮
Share:

বিজয়ী: সেরার সেরা পুরস্কার নিয়ে চন্দন বিশ্বাস। — নিজস্ব চিত্র।

শতবর্ষ পার করা এবিপি সংস্থার বার্ষিক ক্রীড়ানুষ্ঠান হয়ে গেল রবিবার সংস্থার তাঁবুতে। মোট ২৩টি বিভাগের ৬৫০-এর বেশি এবিপি সংস্থার কর্মী এবং তাঁদের পরিবারের সদস‌্যরা যোগ দেন। প্রধান অতিথি ছিলেন এবিপি গোষ্ঠীর সিইও ধ্রুব মুখোপাধ‌্যায় এবং সংস্থার এডিটোরিয়ালস সফ্টওয়‌্যার ম‌্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন জেনারেল ম‌্যানেজার দেবকৃষ্ণ মুখোপাধ‌্যায়। সেরার সেরা হন আনন্দবাজার পত্রিকার চন্দন বিশ্বাস।

পুরুষদের ১০০ ও ২০০ মিটার দৌড়ে প্রথম হন চন্দন। পঞ্চাশোর্ধ্বদের ৮০০ মিটার হাঁটায় প্রথম স্থান অধিকার করেন ইলেকট্রিক‌্যাল বিভাগের প্রদ‌্যোত কুমার কুণ্ডু। মহিলাদের ‘বাস্কেট দ‌্য বল’-এ সেরা টেলিগ্রাফের অমৃতা তপাদার, পুরুষদের বিভাগে প্রথম হয়েছেন সেলসে্‌র অনিরুদ্ধ বসু। ‘মার্বেল অ‌্যাণ্ড স্পুন’ বিভাগে সেরা সুকৃতি ভরদ্বাজ। আন্তঃবিভাগ ‘টাগ অব ওয়ার’-এ প্রথম ম‌্যানুফ‌্যাকচারিং (প্রথম গ্রুপ)। পুরুষদের ৪X ১০০ মিটার রিলে রেসে সেরা ম‌্যানুফ‌্যাকচারিং (দ্বিতীয় গ্রুপ)। শিশুদের অনূর্ধ্ব-চার বছর ফ‌্যান্সি ড্রেসে সেরা ধৃতি সেন চৌধুরী। ৪ থেকে ১২ বছর বিভাগে ফ‌্যান্সি ড্রেসে প্রথম হয়েছে অদিতৃ বর্মন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন