প্রতীকী ছবি।
ব্যবসায়ীর ৮০ হাজার টাকা লুট করতে গিয়ে দু’লক্ষ টাকার বাইক ফেলে চম্পট দিতে হল তিন দুষ্কৃতীকে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে।
পুলিশ সূত্রে খবর, ভোপালের অযোধ্যা নগর এলাকায় নীরজ নামে এক ব্যবসায়ীর দোকনা রয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন। তাঁর কাছে নগদ ৮০ হাজার টাকাও ছিল। নীরজকে অনেক ক্ষণ ধরেই অনুসরণ করছিল তিন দুষ্কৃতী। একটু ফাঁকা জায়গায় আসতেই নীরজের হাতের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হ্যঁচকা টানে স্কুটার নিয়ে পড়ে যান নীরজ। হাত থেকে টাকার ব্যাগটিও ছিটকে পড়ে রাস্তায়। এক দুষ্কৃতী বাইক থেকে নেমে ব্যাগটি তুলে নেয়।
তার পর তারা তিন জনে বাইকে করে পালানোর চেষ্টা করে। কিন্তু বাইক চালু হচ্ছিল না। তত ক্ষণে নীরজের চিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে আসেন। আর তাঁদের আসতে দেখে দুষ্কৃতীরা সেই বাইক ফেলে রেখে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। দুষ্কৃতীদের ধরতে না পারলেও, তাদের ফেলে যাওয়া বাইকটি নিজের কাছে রাখেন ব্যবসায়ী নীরজ। স্থানীয়েরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে বাইকটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইকটির দাম দু’লক্ষ টাকা বা তার বেশি। বাইকের রেজিস্ট্রেশন খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।