নিখোঁজ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ মিলল অরুণাচলে

অরুণাচল প্রদেশের তিরাপে নিখোঁজ হয়ে যাওয়া পবন হংস হেলিকপ্টারের ধ্বংসাবশেষ মিলল। সোমবার খবরটি সুনিশ্চিত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। গত ৪ অগস্ট তিরাপের খোঁসা থেকে রওনা দেওয়ার পর থেকেই হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ১০:২১
Share:

অরুণাচল প্রদেশের তিরাপে নিখোঁজ হয়ে যাওয়া পবন হংস হেলিকপ্টারের ধ্বংসাবশেষ মিলল। সোমবার খবরটি সুনিশ্চিত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। গত ৪ অগস্ট তিরাপের খোঁসা থেকে রওনা দেওয়ার পর থেকেই হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়। আইএএস আধিকারিক কমলেশ জোশী-সহ তিন জন আরোহী ছিলেন ওই হেলিকপ্টারে। নিখোঁজ হওয়ার পর থেকেই ভারতীয় বিমানবাহিনী তল্লাশি অভিযান চালায়। এ দিন খোঁসা থেকে ১২ কিলোমিটার দূরে কপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে বলে বিমানবাহিনী সূত্রে খবর।

Advertisement

পুলিশ জানিয়েছে, কপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিললেও ওই তিন আরোহীর কোনও খোঁজ মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement