বিধায়কের জামিন

দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক সিদ্দেক আহমেদকে হুমকি দেওয়ার মামলায় জামিন পেলেন বদরপুরের কংগ্রেস বিধায়ক জামালউদ্দিন আহমেদ। এ কথা জানিয়েছেন তাঁর আইনজীবী রশিদ আহমেদ চৌধুরী। আজ করিমগঞ্জের এসিজেএম শাহ সৈয়দ আহাদুর রহমান ওই নির্দেশ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০৩:০২
Share:

দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক সিদ্দেক আহমেদকে হুমকি দেওয়ার মামলায় জামিন পেলেন বদরপুরের কংগ্রেস বিধায়ক জামালউদ্দিন আহমেদ। এ কথা জানিয়েছেন তাঁর আইনজীবী রশিদ আহমেদ চৌধুরী। আজ করিমগঞ্জের এসিজেএম শাহ সৈয়দ আহাদুর রহমান ওই নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ২০১৪ সালে বদরপুরের বিধায়ক জামালউদ্দিন হুমকি দিয়েছিলেন, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ বদরপুরে এলে তাঁকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হবে। তার জেরে সিদ্দেক-ঘনিষ্ঠ ফয়জুর রহমান থানায় মামলা রুজু করেন।

Advertisement

ডিএম অফিসে রদবদল। জেলা প্রশাসনে ব্যাপক রদবদল ঘটালেন হাইলাকান্দির জেলাশাসক বরুণ ভুঁইঞা। গত কাল ডিএম অফিসের বিভিন্ন দফতরে ৬ জনকে অন্য বিভাগে বদলি করা হয়। কয়েক দিন আগে বিভিন্ন দফতরে আচমকা হানা দিয়েছিলেন জেলাশাসক। তাঁর নির্দেশে সার্কল অফিসার নিয়মিত কোনও না কোনও সরকারি দফতরে গিয়ে কাজকর্ম দেখছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement