এমএনএস নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বলিউড অভিনেত্রীর

বলিউডের কয়েকটি ছবি ছাড়াও বেশ কিছু দক্ষিণী ছবিতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি এক প্রভাবশালী রাজনৈতিক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ শিরোনামে বলিউডের ওই অভিনেত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৬ ১০:৫১
Share:

বলিউডের কয়েকটি ছবি ছাড়াও বেশ কিছু দক্ষিণী ছবিতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি এক প্রভাবশালী রাজনৈতিক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ শিরোনামে বলিউডের ওই অভিনেত্রী। তাঁর অভিযোগ‚ বড় ব্যানারে হিন্দি ফিল্মে সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে দিনের পর দিন ধর্ষণ করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা-র নেতা আলতাফ মার্চেন্ট।

Advertisement

পুলিশের কাছে অভিযোগে তিনি জানিয়েছেন‚ ২০১৪-য় তাঁর সঙ্গে পরিচয় হয় মার্চেন্টের। নিজেকে একজন ফিল্ম প্রযোজক এবং এমএনএস নেতা বলে পরিচয় দেন তিনি। তার পর আলতাফ ক্রমশ মাদকাসক্ত করে তোলেন তাঁকে। অভিযোগ, মাদকাসক্ত অবস্থায় দিনের পর দিন তাঁকে ধর্ষণ করা হয়।

ওই অভিনেত্রীর আরও অভিযোগ, দীর্ঘ প্রায় দশ মাস যাবত্ তাঁকে এ ভাবেই ব্যবহার করেছেন ওই এমএনএস নেতা। এর পর নিজের দেহরাদূনের বাড়িতে ফিরে যান ওই অভিনেত্রী। টানা প্রায় এক বছর ধরে রিহ্যাবে থেকে ড্রাগের নেশা সম্পূর্ণ কাটিয়ে উঠেছেন তিনি। সুস্থ হয়েই আলতাফের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে ফের মুম্বই ছুটে আসেন তিনি।

Advertisement

তাঁর দাবি, অনেকেই তাঁর মতো গ্ল্যামার দুনিয়ায় সুযোগ পেতে এবং জীবনে উন্নতি করতে মুম্বইয়ে আসেন। আর আলতাফ মার্চেন্টের মতো ক্ষমতাশালী ব্যক্তিরা বড় ব্যানারে কাজ পাইয়ে দেওয়ার নামে তাঁদের সর্বনাশ করেন। তাই আলতাফের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা এই অভিনেত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে আলতাফ মার্চেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন

ডাকঘরে মিলবে গঙ্গাজল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন