তোলা আদায় করতে এসে গণপিটুনিতে হত দুই জঙ্গি

তোলা আদায় করতে এসে গণপিটুনিতে প্রাণ হারালো দুই জঙ্গি। মেঘালয়ের পূর্ব গারো হিল জেলার ঘটনা। পুলিশ জানায়, সেনস্টার মারাক নামে এক জঙ্গি নিজেকে এএমইএফ সংগঠনের কম্যান্ডার হিসাবে দাবি করে গ্রামবাসীদের তোলা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। শুক্রবার রংজেং এলাকায় গ্রামবাসীদের কাছ থেকে তোলা আদাল করতে আসে ওই সঙ্গি সংগঠনের পাঁচ সদস্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ১৫:৪২
Share:

তোলা আদায় করতে এসে গণপিটুনিতে প্রাণ হারালো দুই জঙ্গি। মেঘালয়ের পূর্ব গারো হিল জেলার ঘটনা। পুলিশ জানায়, সেনস্টার মারাক নামে এক জঙ্গি নিজেকে এএমইএফ সংগঠনের কম্যান্ডার হিসাবে দাবি করে গ্রামবাসীদের তোলা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। শুক্রবার রংজেং এলাকায় গ্রামবাসীদের কাছ থেকে তোলা আদাল করতে আসে ওই সঙ্গি সংগঠনের পাঁচ সদস্য। কিন্তু, সশস্ত্র গ্রামবাসীরা তাদের ঘিরে ফেলেন। তিন জঙ্গি পালালেও সেনস্টার ও লাকিংবাট মারাক নামে দুই জঙ্গিকে পিটিয়ে মারেন গ্রামবাসীরা। এসপি ডেভিস মারাক জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে দু’টি মৃতদেহ উদ্ধার করেছে। একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

তোলা আদায়ে এসে গণপিটুনিতে মৃত্যু অবশ্য নতুন ঘটনা নয়। গত বছর মে মাসে উত্তর গারো পাহাড়ের আডোকগ্রে এলাকায় তিন তোলাবাজ জঙ্গিকে পিটিয়ে মারেন গ্রামবাসীরা। দক্ষিণ গারো পাহাড়ে পিটিয়ে মারা হয় দুই তোলাবাজ জঙ্গিকে। জুলাই মাসে এই রংজেং গ্রামের কাছেই গ্রামবাসীরা পাঁচ তোলাবাজকে পিটিয়ে মেরেছিলেন। সম্প্রতি উত্তর গারো হিলে তোলা আদায় করতে এসে গণপিটুনিতে জখম হয় দুই আত্মসমর্পণকারী জিএনএলএ জঙ্গি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement