ফের গোরক্ষকদের তাণ্ডব, উত্তরপ্রদেশে মোষচোর সন্দেহে পিটিয়ে খুন

মোষচোর সন্দেহে উত্তরপ্রদেশের হাপুরে দু’জনকে গণপিটুনি দিল জনতা। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। পুলিশের অবশ্য দাবি, দু’টি মোটরসাইকেলের মধ্যে ধাক্কা লাগায় গোলমাল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ০৩:২৪
Share:

প্রতীকী ছবি।

মোষচোর সন্দেহে উত্তরপ্রদেশের হাপুরে দু’জনকে গণপিটুনি দিল জনতা। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। পুলিশের অবশ্য দাবি, দু’টি মোটরসাইকেলের মধ্যে ধাক্কা লাগায় গোলমাল হয়েছে।

Advertisement

দেশে গোরক্ষকদের তাণ্ডব নিয়ে বার বারই অস্বস্তিতে পড়তে হয়েছে নরেন্দ্র মোদী সরকারকে। সম্প্রতি ঝাড়খণ্ডের গোড্ডা জেলাতেও গরু চুরির অভিযোগে দু’জনকে পিটিয়ে খুন করে জনতা। আজ দিল্লি থেকে ৮০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের হাপুরে কাসিম নামে এক ব্যক্তি ও তাঁর বন্ধুও জনরোষের শিকার হয়। কাসিমের বন্ধুর নাম জানা যায়নি। পরিবারের দাবি, খেতে ঢুকে পড়েছিল একটি মোষ ও একটি মোষের বাচ্চা। তিনি ও তাঁর বন্ধু তাদের তাড়ানোর চেষ্টা করছিলেন। তখনই মোষচোর তকমা দিয়ে চড়াও হয় এক দল লোক।

ঘটনার পরে গুরুতর জখম অবস্থায় কাসিম ও তাঁর বন্ধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কাসিমের মৃত্যু হয়েছে।

Advertisement

পুলিশ মোষচুরির অভিযোগে মারধরের কথা স্বীকার করতেই চায়নি। তাদের দাবি, ওই এলাকায় দু’টি মোটরসাইকেলের ধাক্কা লাগে। একটি মোটরসাইকেলের আরোহীদের সমর্থকেরা অন্য মোটরসাইকেলের দুই আরোহীকে মারধর করে। তাতেই এক আরোহীর মৃত্যু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement