India Pakistan Conflict

সবার সঙ্গে সমন্বয় রেখেই মহড়া রাজ্যে

কাশ্মীর-কাণ্ডের পরে পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার আবহে গত ২ মে প্রথম অসামরিক প্রতিরক্ষা প্রস্তুতির বার্তা দিয়েছিল কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ০৭:১৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কয়েক দফা আলোচনা এবং পত্র-বার্তার পরে প্রশাসনিক স্তরে যুদ্ধ মোকাবিলার অসামরিক প্রতিরক্ষা মহড়া শুরুর প্রস্তুতি নিচ্ছে নবান্ন। বুধবার থেকেই কলকাতা-সহ ১৭টি জেলায় সেই মহড়া শুরুর কথা ছিল। তবে প্রশাসনের শীর্ষ মহল জানাচ্ছে, প্রস্তুতি চলছে পূর্ণ মাত্রায়। সমন্বয় বাড়াতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠক করতে বলা হয়েছে প্রত্যেককে। সেটাও মহড়ারই অংশ। প্রস্তুতি-মহড়া শুরু হবে সঠিক সময়েই।

কাশ্মীর-কাণ্ডের পরে পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার আবহে গত ২ মে প্রথম অসামরিক প্রতিরক্ষা প্রস্তুতির বার্তা দিয়েছিল কেন্দ্র। ‘সংবেদনশীল’ জায়গাগুলিতে এমন মহড়া চালানোর কথা বলেছিল তারা। গত ৫ মে বৈঠক এবং পরে চিঠি পাঠিয়ে একই বার্তা রাজ্যগুলিকে দেয় কেন্দ্র। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব বৈঠক করেন গত ৬ মে-ও। স্থির ছিল, সেই মহড়া শুরু হবে ৭ মে, বুধবার। ঘটনাচক্রে, ওই দিনই সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকেও মহড়া-প্রস্তুতির উপরে জোর দেওয়া হয়েছিল। সরকারি সূত্র জানাচ্ছে, সঠিক সময়েই বিধি মেনে শুরু হবে সেই মহড়া। প্রশাসনের এক শীর্ষ কর্তা বলেন, “প্রস্তুতি চলছে সার্বিক ভাবেই। ইতিমধ্যেই জেলাশাসকদের প্রস্তুতি নিতে এবং বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। এগুলিও মহড়ারই অংশ।” তাঁর সংযোজন, “জরুরি কোনও পরিস্থিতিতে একটি সূত্রে প্রত্যেককে কাজ করতে হয়। তাই মহড়ার আগে বিভিন্ন বিভাগের সঙ্গে নিবিড় সমন্বয় প্রয়োজন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন