National News

ভোটের আগে অধ্যাপকদের বেতন ৪০ হাজার টাকা পর্যন্ত বাড়াল কেন্দ্র

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, নতুন স্কেলে অধ্যাপকদের বেতন সর্বাধিক বাড়বে ৪০ হাজার টাকা। আর তার নীচের পদের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে সেই বেতন-বৃদ্ধির পরিমাণ হবে সর্বাধিক ৭ হাজার টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ১৫:৩১
Share:

-ফাইল ছবি।

লোকসভা ভোটের আগে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক ও অশিক্ষক কর্মচারীদের বেতন অনেকটাই বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। অধ্যাপকদের ক্ষেত্রে যার সর্বাধিক পরিমাণ হবে ৪০ হাজার টাকা।

Advertisement

মোদী সরকারের তরফে এই ঘোষণা করে জানানো হয়েছে, সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই বেতন-বৃদ্ধির এই সিদ্ধান্ত। যা কার্যকর হবে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে।

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, নতুন স্কেলে অধ্যাপকদের বেতন সর্বাধিক বাড়বে ৪০ হাজার টাকা। আর তার নীচের পদের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে সেই বেতন-বৃদ্ধির পরিমাণ হবে সর্বাধিক ৭ হাজার টাকা।

Advertisement

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, এর ফলে রাজ্য সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির অন্তত ২৯ হাজার ২৬৪ জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর বেতন বাড়বে। উপকৃত হবেন বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রায় সাড়ে তিন লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী।

আরও পড়ুন- বিচারকদের বেতন বাড়াতে ভুলে গেলেন? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের​

আরও পড়ুন- রেলকর্মীদের প্রচুর বেতন, ভাতা বাড়ানোর সুপারিশ সপ্তম বেতন কমিশনে​

সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে গত বছরের নভেম্বরেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ওই বেতন-বৃদ্ধির নোটিস দিয়েছিল। কিন্তু তার পরেও দেশের অনেক রাজ্যে কলেজ শিক্ষক ও অধ্যাপকদের সেই বাড়তি বেতন দেওয়া শুরু হয়নি। কেন্দ্র সবক’টি রাজ্যকেই অবিলম্বে ওই বেতন-বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করতে বলেছে। যে বিশ্ববিদ্যালয়গুলি এই সিদ্ধান্ত কার্যকর করবে, তাদের কিছু ছাড় দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন