মোদী সরকারের দু’বছর পূর্তির অনুষ্ঠানের মধ্যমণি সেই বিগ বি

মহাসমারোহে দু’বছর পূর্তিতে মাতল মোদী সরকার। রাইসিনা হিলস সরগরম সকাল থেকেই। বিকেল হতেই ইন্ডিয়া গেটের কাছে তৈরি প্রাসাদোমপ অনুষ্ঠান প্রাঙ্গণে শুরু হয়ে গেল ‘এক নয়ী সুবহ্‌’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০১৬ ১৭:৫৯
Share:

মহাসমারোহে দু’বছর পূর্তিতে মাতল মোদী সরকার। রাইসিনা হিলস সরগরম সকাল থেকেই। বিকেল হতেই ইন্ডিয়া গেটের কাছে তৈরি প্রাসাদোমপ অনুষ্ঠান প্রাঙ্গণে শুরু হয়ে গেল ‘এক নয়ী সুবহ্‌’।

Advertisement

টানা পাঁচ ঘণ্টার অনুষ্ঠান। দূরদর্শনে লাইভ সম্প্রচার। একের পর এক আলোচনাচক্রে কেন্দ্রীয় মন্ত্রীরা হাজির হয়ে তুলে ধরছেন গত দু’বছরে নিজেদের মন্ত্রকের কাজের খতিয়ান। সঙ্গে হাজির বলিউডের গ্ল্যামারও। অমিতাভ বচ্চনের মেগা শো প্রথমেই চোখ টেনে নিল গোটা দেশের। তার পরও মোদীর ‘নতুন সকাল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে একে একে হাজির হলেন বলিউডের আরও অনেক রথী-মহারথী। সব মিলিয়ে মোদী সরকারের দু’বছর পূর্তির উদযাপনে চোখ ধাঁধিয়ে দিল গোটা ভারতের।

গত দু’বছরে অনেক সমালোচনার ঝড় বয়ে গিয়েছে মোদীর সরকারের উপর দিয়ে। তবে সাফল্যও রয়েছে নানা ক্ষেত্রে। বিরোধীরা অবশ্য বলেন, সাফল্য বাগাড়ম্বরে, বাস্তবে নেই। আপাতত সে সমালোচনা অবশ্য দূরেই সরিয়ে রাখছে বিজেপি। সরকারের দু’বছর পূর্তির সমারোহে কোনও কামতি যাতে না থাকে, তা নিশ্চিত করতে ক্যাবিনেটের সঙ্গে সক্রিয় দলও।

Advertisement

অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প নিয়ে অমিতাভ বচ্চন সঞ্চালিত অনুষ্ঠান। স্কুল-ছাত্রীদের সঙ্গে নিয়ে অমিতাভ বচ্চনের সেই অনুষ্ঠান নজর কেড়েছে শুরুতেই। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের সুফলগুলি দেশবাসীর সামনে তুলে ধরা হয়েছে ওই অনুষ্ঠানে। সঞ্চালনায় অমিতাভের অসামান্য মুন্সিয়ানায় ওই অনুষ্ঠানে ছাত্রীদের অংশগ্রহণ ছিল দেখার মতো।

আরও পড়ুন...

উত্তর-পূর্ব পরিষদের বৈঠকে গুচ্ছ প্রকল্প ঘোষণা মোদীর

মোদীর সরকারের দ্বিবর্ষপূর্তির উদযাপনে গ্ল্যামার দুনিয়ার অংশগ্রহণ কিন্তু অমিতাভেই শেষ হয়নি। কখনও বিদ্যা বালন, কখনও মাধবন মঞ্চ মাতিয়েছেন। কখনও অনুষ্ঠান করেছেন কৈলাস খের, কখনও আলোচনায় যোগ দিয়েছেন বিজেপি সাংসদ তথা ভোজপুরি সুপারস্টার মনোজ তিওয়ারি।

দেশে বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদনের উন্নতির কথা তুলে ধরেছেন সংশ্লিষ্ট মন্ত্রী পীযূষ গোয়েল। আর এক মন্ত্রী উমা ভারতীর ঘোষণা, ‘‘এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অপিরচ্ছন্ন ১০টি নদীর অন্যতম গঙ্গা ২০১৮ সালের মধ্যে পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন ১০টি নদীর একটি হয়ে উঠবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন