কতটা সফল, ইভাঙ্কাকে দেখাতে মরিয়া মোদী

আগামী ২৮ নভ‌েম্বর স্বামী জ্যারেড কুশনারকে সঙ্গে নিয়ে একদিনের সফরে হায়দরাবাদ আসছেন ইভাঙ্কা। ‘বিশ্ব উদ্যোগপতি সম্মেলন’-এ মার্কিন প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ০৩:৫৩
Share:

ইভাঙ্কা ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পকে এখনও নাগালে পাওয়া যায়নি। কিন্তু আসছেন তাঁর কন্যা। সেই সুযোগ কাজে লাগিয়ে ইভাঙ্কা ট্রাম্পের সামনে এক উজ্জ্বল ভারতের ছবি তুলে ধরতে মরিয়া মোদী সরকার।

Advertisement

আগামী ২৮ নভ‌েম্বর স্বামী জ্যারেড কুশনারকে সঙ্গে নিয়ে একদিনের সফরে হায়দরাবাদ আসছেন ইভাঙ্কা। ‘বিশ্ব উদ্যোগপতি সম্মেলন’-এ মার্কিন প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন তিনি। এই সফরকে ঘিরে এক মাস ধরে সক্রিয়তা চলছে সাউথ ব্লকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশভোজ আর বৈঠক তো রয়েছেই। পাশাপাশি তাঁকে দেখানো হবে বিভিন্ন ক্ষেত্রে সরকারের কৃতিত্ববহুল একটি তথ্যচিত্র। হায়দরাবাদ ইন্টারন্যাশনাল সেন্টারের করিডর ধরে ইভাঙ্কার হাঁটার ব্যবস্থা করা হয়েছে। সেই করিডরের দু’পাশে থাকবে একটি প্রদর্শনী। সেই প্রদর্শনীতেও থাকছে সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের খতিয়ান। ওই সেন্টারেরই একটি হলে তাঁকে নিয়ে যাওয়ার কথা, যার নাম ‘ইনোভেশন ভিলেজ’। সরকারের এই উজ্জ্বল ছবির সঙ্গে যাতে হায়দরাবাদের সাযুজ্য থাকে, তা নিশ্চিত করতে গত কয়েক সপ্তাহ ধরেই সক্রিয় প্রশাসন। গোটা শহরের ভিক্ষুকদের চিহ্নিত করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে শহরের অন্য এক প্রান্তে। রাস্তায় যাতে নেড়ি কুকুরও দেখা না যায়, তার জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন