National news

সংসদে আসতে মোদী ভয় পাচ্ছেন: সনিয়া

এ দিন সকালে ১০ জনপথে ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভানেত্রী। সেখানে দলীয় কর্মসূচির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কার্যকলাপ নিয়েও কথা বলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ১৪:৫৫
Share:

সনিয়া গাঁধী।

সংসদে এলেই বিরোধীদের নানা প্রশ্নের মুখে পড়তে হবে। আর সেই ভয়েই নাকি সংসদে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে বিজেপিতে নিশানা করে এ ভাবেই আক্রমণ শানালেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।

Advertisement

আরও পড়ুন: কংগ্রেস সভাপতি প্রার্থী হিসাবে রাহুলের নাম ঘোষণা এআইসিসির

এ দিন সকালে ১০ জনপথে ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভানেত্রী। সেখানে দলীয় কর্মসূচির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কার্যকলাপ নিয়েও কথা বলেন তিনি। তাঁর মতে, প্রধানমন্ত্রী সংসদে না এসে একটা অচলাবস্থা তৈরি করতে চাইছেন। এ ভাবেই পালাবার পথ খুঁজছেন তিনি। সনিয়ার হুঁশিয়ারি, এটা কোনও ভাবেই হতে দেওয়া হবে না।

Advertisement

আরও পড়ুন: বিশ্বাসযোগ্যতায় বিশ্বে তৃতীয় মোদী সরকার, বলছে রিপোর্ট

শীতকালীন অধিবেশনে জিএসটি, নোটবন্দি-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে মোদী সরকারকে আক্রমণের কৌশল নিয়েছে কংগ্রেস। সনিয়ার অভিযোগ, সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন। নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই কৌশলে শীতকালীন অধিবেশনকে পিছিয়ে দিচ্ছে সরকার। তাঁর কথায়, ‘‘নোটবন্দির বর্ষপূর্তি হল। কিন্তু যে দাবি নিয়ে সরকার রাতারাতি নোট বাতিল করল, যে কারণে দেশ জুড়ে হাহাকার তৈরি হল, এক বছর পর এসে দেখা গেল কোনও কিছুই হয়নি।’’ সনিয়ার মতে, শুধুমাত্র কাটা ঘায়ে নুনের ছিটেই দিয়েছে সরকার। সরকারের এই হঠকারিতা এক লহমায় গবির মানুষের ভবিষ্যতকে আরও অন্ধকারে ঠেলে দিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন