Oath ceremony

বিকেলেই মন্ত্রিসভার বৈঠক, কে কোন দায়িত্বে জানা যেতে পারে আজই

গতকাল, দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদী। শপথ নেন মোট ৫৭ জন মন্ত্রী। কে কে পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী হচ্ছেন, তা শপথের সময়ই জানা গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মে ২০১৯ ১২:১৯
Share:

শপথের পর মন্ত্রীদের সঙ্গে নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাবেন তা জানা যেতে পারে আজই। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকেই ঠিক হওয়ার কথা কে কোন মন্ত্রক পাবেন।

Advertisement

গতকাল, দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদী। শপথ নেন মোট ৫৭ জন মন্ত্রী। কে কে পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী হচ্ছেন, তা শপথের সময়ই জানা গিয়েছে।

কিন্তু কে কোন মন্ত্রক পাবেন তা নিয়ে জল্পনা চলছিলই। স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা এবং বিদেশ— এই চার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দৌড়ে যে নামগুলো উঠে আসছে, সেগুলো হল অমিত শাহ, রাজনাথ সিংহ, স্মৃতি ইরানি, পীযূষ গয়াল এবং নির্মলা সীতারমন। রাজনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন, বিগ ফোর (স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রক)-এঁদের মধ্যে থেকেই বেছে নেবেন মোদী।

Advertisement

আরও পড়ুন: সরকারে শাহি প্রবেশ, এলেন অমিত, সুষমা নেই

যেমন আগের মন্ত্রিসভায় রাজনাথ সিংহ ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এ বারে তাঁর মন্ত্রক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কারণ স্বরাষ্ট্র বা অর্থ মন্ত্রকের দায়িত্ব অমিত শাহ পেতে পারেন। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হলে রাজনাথের অর্থমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই অরুণ জেটলি অসুস্থ হওয়ায় মন্ত্রিসভায় থাকবেন না জানিয়েছেন মোদীকে। তাই এমনটাও হতে পারে, রাজনাথকে এ বার স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে রেখে অমিত শাহকে অর্থ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল। অর্থ মন্ত্রকের দায়িত্বে আরও একটি নাম উঠে আসছে। পীযূষ গয়াল। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটের সময় অসুস্থ অরুণ জেটলির জায়গায় বাজেট পেশ করেছিলেন পীযূষ গয়ালই।

সুষমা স্বরাজও এ বারের মন্ত্রিসভায় থাকছেন না। তাঁর জায়গায় বিদেশ মন্ত্রকের গুরুভার যেতে পারে নির্মলা সীতারমনের হাতে। বিদেশমন্ত্রীর দৌড়ে স্মৃতি ইরানিও রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন