শ্লীলতাহানি কাণ্ডে মুখ খুললেন অধ্যক্ষ

শ্লীলতাহানিতে অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ বার সেই মামলায় মুখ খুললেন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের অধ্যক্ষ ভালসন থাম্পু। তাঁর বক্তব্য, অভিযোগকারিণীকে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০৩:৩৯
Share:

শ্লীলতাহানিতে অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ বার সেই মামলায় মুখ খুললেন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের অধ্যক্ষ ভালসন থাম্পু। তাঁর বক্তব্য, অভিযোগকারিণীকে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। গত ১৯ জুন সেন্ট স্টিফেন্সের এক ছাত্রী তাঁরই কলেজের রসায়ন বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ করেন। পরে ওই ছাত্রী আরও জানান, সতীশ কুমার নামে ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন কলেজেরই অধ্যক্ষ ভালসন থাম্পু। কয়েক দিন আগে এ বিষয়ে কয়েকটি রেকর্ডিংও পুলিশকে দিয়েছেন ওই ছাত্রী।

Advertisement

সেই অভিযোগের ভিত্তিতে আজ মুখ খুলেছেন কলেজের অধ্যক্ষ। বলেছেন, ‘‘ওই ছাত্রীটিকে সামনে রেখে আসলে কয়েক জন ব্যক্তি তাঁদের স্বার্থ চরিতার্থ করতে চাইছেন।’’ তবে কে বা কারা অভিযোগকারিণীকে ব্যবহার করছে, তা নিয়ে মুখ খোলেননি অধ্যক্ষ। তাঁর বিরুদ্ধে প্রমাণ হিসেবে যে টেপ ওই ছাত্রীটি পুলিশের কাছে জমা দিয়েছেন, তার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন থাম্পু। তাঁর দাবি, ‘‘ওই টেপ যে ভুয়ো, ফরেন্সিক পরীক্ষা করলেই প্রমাণ হয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন