পশ্চিমবঙ্গে গণপিটুনি নিয়ে সরব বিজেপি

দু’দিন ধরেই গণপিটুনি প্রশ্নে সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল-সহ বিরোধীরা। আজ তাই পাল্টা আক্রমণে নেমে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রত্যাঘাত করল বিজেপি। যা নিয়ে লোকসভায় কার্যত হাতাহাতির উপক্রম হওয়ায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ০৪:১৯
Share:

ছবি: পিটিআই।

দু’দিন ধরেই গণপিটুনি প্রশ্নে সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল-সহ বিরোধীরা। আজ তাই পাল্টা আক্রমণে নেমে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রত্যাঘাত করল বিজেপি। যা নিয়ে লোকসভায় কার্যত হাতাহাতির উপক্রম হওয়ায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন। এ দিন জ়িরো আওয়ারে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে চার জন মহিলা গণপিটুনির শিকার হয়েছেন বলে সরব হন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ কিরীট সোমাইয়া। তাঁর অভিযোগ, ‘‘জলপাইগুড়িতে গণপিটুনির শিকার চার জনের মধ্যে দু’জনকে বিবস্ত্র করে মারা হয়। পুলিশ দোষীদের ছেড়ে মহিলাদের গ্রেফতার করে।’’ মহিলা সুরক্ষা প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ব্যর্থতা নিয়ে সরব হন সোমাইয়া। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও তাঁর রাজ্যে মহিলাদের এর শিকার হতে হচ্ছে।’’

Advertisement

সোমাইয়া পশ্চিমবঙ্গের নাম করার পর থেকেই লোকসভায় প্রতিবাদ জানাতে থাকেন তৃণমূল সাংসদেরা। মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তুলতেই ওয়েলে নেমে আসেন তৃণমূলের ইদ্রিশ আলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরা। এগিয়ে আসতে দেখা যায় সোমাইয়া-সহ অন্য বিজেপি সাংসদদেরও। আধ ঘণ্টার জন্য মুলতবি হয়ে যায় সংসদ।

অধিবেশন বসলে বিষয়টি ফের উস্কে দিয়ে সংসদীয় মন্ত্রী অনন্ত কুমার বলেন, ‘‘সোমাইয়া পশ্চিমবঙ্গের গণপিটুনির যে ঘটনা উল্লেখ করেছেন তা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দেওয়া হবে।’’ শোনামাত্রই হইচই শুরু করে তৃণমূল। সৌগত রায় বলেন, ‘‘মন্ত্রী লোকসভাকে ভুল তথ্য দিচ্ছেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন