— প্রতীকী চিত্র।
যোগী আদিত্যনাথ-সহ উত্তরপ্রদেশের বিজেপি নেতাদের ভয় ছিল, এসআইআর-এর ফলে উত্তরপ্রদেশের প্রায় ৪ কোটি ভোটার বাদ পড়বেন। অতখানি না হলেও উত্তরপ্রদেশে এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের খসড়া তালিকায় ১৫.৪ কোটি ভোটারের মধ্যে ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ যেতে চলেছে। আর কোনও রাজ্যে এসআইআর-এ এত ভোটারের নাম খসড়া তালিকায় বাদ পড়েনি।
২০২৭-এ উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে এসআইআর-এ বিজেপির নিজের ভোট কাটা যাওয়ার আশঙ্কা উস্কে দিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর গদিতে আর এক বছর বাকি। এর মধ্যে এসআইআর-এ বাদ পড়া ২.৮৯ কোটি ভোটারের মধ্যে ৮৫ থেকে ৯০ শতাংশ মুখ্যমন্ত্রীর নিজের ভোট। যার সংখ্যা প্রায় ২ কোটি ৪৫ লক্ষ ৬৫ হাজার। যার অর্থ, উত্তরপ্রদেশের ৪০৩টি আসনে গড়ে বিজেপির ৬১ হাজার করে ভোট কমছে। অন্য দিকে উত্তরপ্রদেশে বিজেপির রাজ্য সভাপতি পঙ্কজ চৌধরির দাবি, যাঁরা মৃত-স্থানান্তরিত-গরহাজির বা ডুপ্লিকেট ভোটার ছিলেন, তাঁদেরই নাম বাদ পড়েছে।
বিহারের পরে যে ১২টি রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর শুরু করেছে, তার মধ্যে উত্তরপ্রদেশেই ভোটার সংখ্যা সবচেয়ে বেশি ছিল। প্রায় ১৫.৪ কোটি। এর প্রায় ১৮.৭ শতাংশ বা ২.৮৯ কোটি ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ যাবে। শুক্রবার উত্তরপ্রদেশের এসআইআর-এর গণনা-পর্ব শেষ হয়েছে। ৩১ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। সেখানে যে ২.৮৯ কোটি নাম বাদ যাবে, তার মধ্যে প্রায় ১.৩ কোটি ভোটার পাকাপাকি স্থানান্তরিত বলে প্রাথমিক ভাবে চিহ্নিত। ৮৪.৫ লক্ষ ভোটার গরহাজির। ৪৫ লক্ষ মৃত। ২৩ লক্ষ ডুপ্লিকেট ভোটার। অন্যান্য রাজ্যের মতো উত্তরপ্রদেশেও শহরাঞ্চলে স্থানান্তরিত ও গরহাজির ভোটারের হার বেশি। তার ফলে রাজ্যের রাজধানী লখনউ ও দিল্লি-সংলগ্ন গাজ়িয়াবাদে প্রায় ৩০ শতাংশ ভোটারের নাম খসড়া তালিকায়বাদ পড়ছে।
অখিলেশের প্রশ্ন, ‘‘মুখ্যমন্ত্রী যোগী বলেছিলেন, ৪ কোটি ভোটারের নাম বাদ যাবে। এখন দেখা যাচ্ছে, ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ যাচ্ছে। এত কম সময়ে এই ১ কোটি ১১ লক্ষ ভোটার কোথা থেকে যোগ হল? এরা কি যোগ হলেন,না কি এদের যোগ করা হল?’’তবে নির্বাচন কমিশন সূত্রের খবর, প্রায় ১.১১ কোটি ভোটারেররেকর্ড ২০০৩ সালের শেষ এসআইআর-পরবর্তী তালিকায় মেলেনি। তাঁদের নোটিসপাঠানো হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে