কংগ্রেসের জোটবার্তা, রাহুলের আক্ষেপ এবং আরও খবর

তৃণমূল-সহ অনেক দলই রাহুলকে জোটের নেতা হিসেবে আগাম মেনে নিতে নারাজ। তারা কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় মোর্চা তৈরির পথে হাঁটছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ০৭:০০
Share:

কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে জোটের পক্ষে বার্তা দিলেন সনিয়া গাঁধী। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঝাঁঝালো আক্রমণ করেন তিনি। একই সঙ্গে এটাও বুঝিয়ে দিলেন যে, রাহুল গাঁধীর নেতৃত্বে কংগ্রেসই হবে সেই জোটের মূল কান্ডারি।

Advertisement

জোটের বার্তা দেওয়ার পরে মোদীকে নিশানাও করলেন সনিয়া। ‘প্রতারক’, ‘ড্রামাবাজ’, ‘মিথ্যাবাদী’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘তানাশাহি’, ‘অহঙ্কারী’, ‘ক্ষমতালোভী’— নানা বিশেষণে ভূষিত করলেন প্রধানমন্ত্রীকে। ইউপিএ জমানার প্রকল্পগুলি দুর্বল করা, সাম-দান-দণ্ড-ভেদ নীতি এবং‌ সংবিধান-সংসদকে উপেক্ষা করা, বিরোধী দল ও মিডিয়াকে দমানোর চেষ্টার জন্য তাঁকে কাঠগড়ায় তুললেন। বললেন, এর বিরুদ্ধে লড়াই করেই ‘ভয়মুক্ত’, ‘পক্ষপাতমুক্ত’, ‘প্রতিশোধমুক্ত’, ‘হাহাকারমুক্ত’ ভারত গড়বে কংগ্রেস।

এ ভাবে বিরোধী জোটের কান্ডারি হিসেবে কংগ্রেসকে তুলে ধরা হলেও আঞ্চলিক দলগুলি তা কতটা মেনে নেবে, সেই প্রশ্ন থাকছে। বস্তুত, তৃণমূল-সহ অনেক দলই রাহুলকে জোটের নেতা হিসেবে আগাম মেনে নিতে নারাজ। তারা কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় মোর্চা তৈরির পথে হাঁটছে।

Advertisement

কংগ্রেস যখন জোট গড়ার বার্তা দিচ্ছে সে সময় পশ্চিমবঙ্গের বিজেপি-কে অপদার্থ বলে আক্ষেপ করতে শোনা গেল দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহকে। বঙ্গ বিজেপি ‘অপদার্থ, কিছুই করতে পারছে না’— বলে মত তাঁর। আইসিসিআর-এ শনিবার দলের একটি কর্মসূচিতে নেতা-কর্মীদের সামনে রাহুলের এই মন্তব্য নানা প্রশ্ন তুলেছে। অনেকের মতে, রাজ্য নেতৃত্বকে কটাক্ষ করতেই রাহুলবাবু ওই কথা বলেন। দলের অন্য অংশ অবশ্য মনে করে, কেন্দ্রীয় সম্পাদক আসলে কর্মীদের চাঙ্গা করতে চেয়েছেন। ব্যাখ্যা যা-ই হোক, পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির এক শীর্ষ নেতার দলকে ‘অপদার্থ’ বলা রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বটে!

এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...

• পাল্টা তৎপর মোদী, অমিত

উত্তরপ্রদেশ, বিহারের উপনির্বাচনে বিজেপি হারার পরে বিরোধী ঐক্য দ্রুত দানা বাঁধছে। তাই নরেন্দ্র মোদী-অমিত শাহের নেতৃত্বে বিজেপি বিরোধী এই ঐক্য ভাঙতে মরিয়া হয়ে আসরে নেমে পড়লেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। সবিস্তার পড়তে ক্লিক করুন

• কাজ দিতে না পারলে কিন্তু গল্প শেষ

কর্মসংস্থান না হলে বেকারত্বের খাদেই তলিয়ে যাবে ভারতীয় অর্থনীতির উড়ানের গল্প। এই হুঁশিয়ারি নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যানের। গত লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী প্রতিনিয়ত প্রতিশ্রুতি দিতেন বছরে দু’কোটি কর্মসংস্থানের। অথচ এখন বছরে গড়ে দু’লক্ষ কাজের সুযোগ তৈরি করতে হিমসিম খাচ্ছেন। সবিস্তার পড়তে ক্লিক করুন

• রক্ত, উকুনে ঢাকা শরীর দেখে পিছিয়ে যায় সেনা!

সিরিয়ার যুদ্ধে সাধারণ মানুষ যে ভয়ঙ্কর যৌন হিংসার শিকার, তা নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিল নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি ও বিদ্রোহী খোঁজার নামে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী যখন-তখন হানা দিয়েছে বসতবাড়িতে। তার পর অবাধে চালিয়েছে যৌন অত্যাচার। সবিস্তার পড়তে ক্লিক করুন

• নিষ্কৃতি মৃত্যুও শাস্ত্রসম্মত

রামচন্দ্র নিজে সরযূ নদীতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। মহাভারতের শেষে স্বেচ্ছায় জীবন ত্যাগ করেন বিদুর। অত্রিসংহিতা জানাচ্ছে, রোগের কবলে কেউ আত্মহনন করলে তা দোষের নয়। সবিস্তার পড়তে ক্লিক করুন

• আত্মবিশ্বাসী শাকিবদের জন্য তৈরি রোহিতরা

রবিবার কলম্বোয় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের রেকর্ড মোটেই ভাল নয়। কিন্তু অতীত আদৌ ভাবাচ্ছে না শাকিব আল হাসানের দলকে। সবিস্তার পড়তে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন