মারা গেলেন হকিং, ধরাশায়ী বিজেপি এবং অন্যান্য

গালিলিয়োর মৃত্যুদিনটা ছিল জন্মদিন আর আলবার্ট আইনস্টাইনের জন্মদিনটা হয়ে গেল স্টিফেন হকিংয়ের মৃত্যুদিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ০৭:০০
Share:

গালিলিয়োর মৃত্যুদিনটা ছিল জন্মদিন আর আলবার্ট আইনস্টাইনের জন্মদিনটা হয়ে গেল স্টিফেন হকিংয়ের মৃত্যুদিন। ১৪ মার্চ সকালে কেমব্রিজের বাড়িতেই মারা যান হকিং। বয়স হয়েছিল ৭৬ বছর। ব্রহ্মাণ্ডের স্বরূপ পুরোপুরি আর জানা হল না তাঁর। নিউরনের জটিল রোগ নিয়ে দীর্ঘ পাঁচ দশক বেঁচেছেন তিনি। হকিংয়ের জীবন শুধু বিজ্ঞানীরা নন, সারা পৃথিবীর বিশেষ ভাবে সক্ষম বহু মানুষের কাছেও প্রেরণা।

Advertisement

ত্রিপুরা জয়ের পর লম্ফঝম্প করা নরেন্দ্র মোদী-অমিত শাহরা জোড়া ধাক্কা খেলেন। হাতি সাইকেলে চেপে কুপোকাত করল বিজেপির নতুন হিন্দুত্বের ‘পোস্টার বয়’কে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর, ফুলপুরে উপনির্বাচনে পাশা উল্টে গিয়েছে। দুই কেন্দ্রেই ধরাশায়ী বিজেপি।

এই খবরগুলিই রয়েছে আজ সকালের শিরোনামে। পড়ে নিন বাকি খবরগুলোও...

Advertisement

এ বার সরব শ্বশুর, পাল্টা শোভনেরও
বুধবার শেষ বেলায় ফের মুখ খুললেন শোভন চট্টোপাধ্যায়। পুরভবনে মেয়রের চেয়ারে বসে আরও একবার তাঁর ‘বান্ধবী ও শুভানুধ্যায়ী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এড়ানোর চেষ্টা করলেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ও শ্বশুর দুলাল দাসের আনা যাবতীয় অভিযোগ। সবিস্তার পড়তে ক্লিক করুন

রোহিঙ্গাদের আশ্রয় জোগাতে কি তৃণমূলের মদত
সুন্দরবনের নদীপথ দিয়ে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালির সরবেড়িয়া ও আশপাশের গ্রামে এসে পৌঁছচ্ছেন রোহিঙ্গারা। তার পর সেখান থেকে চলে যাচ্ছেন বিভিন্ন স্থানে। সদ্য আসা ২৭টি রোহিঙ্গা পরিবার নাকি সরবেড়িয়ায় আশ্রয় নিয়ে রয়েছেন এখনও। আর স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই মাতলা পার করে বাংলাদেশে থেকে এ পারে রোহিঙ্গা আনার ‘কারবার’ চলছে। সবিস্তার পড়তে ক্লিক করুন

চোখের সামনের বোনকে কুপিয়ে খুন, আটক তুতো দাদা
বোনকে ছুরি মেরে পালিয়ে যাচ্ছে জেঠতুতো দাদা। চোখের সামনে সেই দৃশ্য দেখে চুপ থাকতে পারেনি বছর চোদ্দ-পনেরোর এক কিশোর। কয়েকঘণ্টা পরেই শুরু হবে তাঁর ভূগোলের পরীক্ষা, কিন্তু তা ভুলে সে ঝাঁপিয়ে পড়ে বোনের হামলাকারীকে ধরতে। সবিস্তার পড়তে ক্লিক করুন

শামির ফোন-কলে শান্তিরই অনুরোধ
ভারতীয় পেসার মহম্মদ শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছেই। মঙ্গলবার সন্ধেয় শামির স্ত্রী সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেছিলেন, শামি তাঁকে হুমকি দিচ্ছেন। স্ত্রীর সেই অভিযোগের চব্বিশ ঘণ্টার মধ্যেই, এ বার তাঁর ও হাসিনের সেই কথোপকথন প্রকাশ্য এল। সবিস্তার পড়তে ক্লিক করুন

জোট-পথে মমতাকে পাশে চাইছেন রাহুল
উপনির্বাচনে বিজেপির ধাক্কা আর বিরোধী নেতাদের নিয়ে সনিয়া গাঁধীর নৈশভোজের সাফল্যের পরই আজ মোদী-বিরোধী রাজনীতিতে সক্রিয় হলেন রাহুল গাঁধী। সবার আগে ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবিস্তার পড়তে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement