Mother

কান্না থামাতে ছেলের মুখে আঠা লাগিয়ে দিলেন মা!

কিন্তু কান্না থামাতে তার মা যা করেছে তাতে স্তম্ভিত হয়ে গিয়েছেন এলাকার লোকজন।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ১৫:৫৪
Share:

ছেলের মুখে আঠা লাগিয়ে দিল মা। অলঙ্করণে তিয়াসা দাস।

কান্না বন্ধ করতে বাচ্চাদের উপর বিভিন্ন পন্থা অবলম্বন করেন মায়েরা। কখনও ভুলিয়ে বা কখনও ঘুম পাড়িয়ে বাচ্চার কান্না থামান মায়েরা। বিহারের ছাপড়ায় শনিবার সন্ধ্যায় কান্না জুড়েছিল এক শিশু। কিন্তু কান্না থামাতে তার মা যা করেছে তাতে স্তম্ভিত হয়ে গিয়েছেন এলাকার লোকজন।

Advertisement

কান্না থামাতে নিজের ছেলের মুখে আঠা লাগিয়ে দিয়েছিলেন ছাপড়ার ওই মহিলা। ওই শিশুটির বাবা বাড়ি ফিরে দেখেন, ছেলের কোনও আওয়াজ নেই। বাড়ি একদম চুপচাপ। তখনই সন্দেহ হয় তাঁর। এরপরই গোটা ঘটনা সামনে আসে।

ওই শিশুটির বাবা বলেছেন, ‘‘বাড়ি ফিরে ছেলের চুপ থাকা নিয়ে স্ত্রী শোভাকে জিজ্ঞেস করি আমি। উত্তরে সে জানায়, ছেলে সারাদিন প্রচুর কাঁদে। তাই সে ছেলের মুখে আঠা লাগিয়ে দিয়েছে। যাতে সে আর কাঁদতে না পারে।’’

Advertisement

এর পর বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যায় তাঁর বাবা। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বিপন্মুক্ত অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: নয়া নৌসেনা প্রধান হচ্ছেন কর্মবীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement